ইউএনওদের নম্বর ক্লোন করে টাকা দাবি, শনাক্ত হয়নি কেউ - Dainikshiksha

ইউএনওদের নম্বর ক্লোন করে টাকা দাবি, শনাক্ত হয়নি কেউ

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনের নম্বর ক্লোনের ঘটনা বারবার ঘটলেও এর সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয় নি। ফোন নম্বরগুলো ক্লোন করে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ফোন দিয়ে টাকা চাওয়া হচ্ছে। পুলিশ বলছে, নম্বরগুলোর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ঠিক নেই, ‘নম্বরগুলো ফেক’। একজনের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কিন্তু ব্যবহার করে অন্যজনে। ভুক্তভোগি ইউএনওরা বলছেন, ‘ক্লোনকারীরা একটি সংঘবদ্ধ চক্র।’ 

জানা গেছে, গত দুই বছরে রাজশাহীর বাঘা, তানোর, পুঠিয়া মিলে ২০১৭-১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইউএনওদের মোবাইল নম্বর ক্লোন হয়েছে ১০ বারের বেশি। চলতি মাসের তিন দিনের ব্যবধানে পুঠিয়া ও বাঘা ইউএনওর মোবাইল নম্বর ক্লোন হওয়ার ঘটনা ঘটে। প্রতিকার পেতে সংশ্লিষ্ট থানাগুলোতে জিডি হয়েছে। কিন্তু কোনো ঘটনারই সুরাহা হয়নি। তবে নম্বর ক্লোন করে অপরাধীরা অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে টাকা। এমন অনেক অভিযোগ রয়েছে। চক্রটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বেশি ফোন দিয়ে ইউএনও নাম ভাঙ্গিয়ে টাকার দাবি করে আসছে।

সর্বশেষ গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া ইউএনও মো. ওলিউজ্জামান নম্বরটি ক্লোন করা হয়। এসময় উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের থেকে টাকা দাবি করা হয় ইউএনও’র নামে। পরে ওই ব্যক্তিরা ইউএনওকে জানিয়েছে বিষয়টি।  

ইউএনও মো. ওলিউজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সচেতনতামূলক বার্তা দিয়েছেন। কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।
 
এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীর পুঠিয়ায় ইউএনও আবদুল্লাহ আল মাহমুদের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার দুই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ইউএনও’র পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। তবে, বিষয়টি বুঝতে পেরে স্কুল প্রধানরা ইউএনওকে জানালে তিনি পুঠিয়া থানার জিডি করেন। শিক্ষা প্রতিষ্ঠান দুটি পুঠিয়া পি এন সরকারি উচ্চ বিদ্যালয় ও বেলপুকুর উচ্চ বিদ্যালয়। 

এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দের ৮ জুলাই তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলীর মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চেয়ারম্যান ও দুই পৌর মেয়রের কাছে টাকা চাওয়া হয়েছে। ২০১৮ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর তানোরের ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী গোলাম রাব্বীর ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে। এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দের ৭ জুন ও ১৯ নভেম্বর দু’দফায় তৎকালীন তানোরের ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. শওকাত আলী এবং ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ জুন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মামুনের ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র। 

গত বছরের ৩১ আগস্ট বাঘার ইউএনও সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয়। এবিষয়ে থানায় সাধারণ  ডায়রি করা হয়। আর চলতি বছরের ২০ আগস্ট বাঘায় ইউএনও শাহিন রেজার সরকারি মুঠোফোন ক্লোন করে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের থেকে চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে বাঘা থানায় জিডি করা হয়। বেশ কিছুদিন আগে ক্লোন হওয়া ইউএনও শাহিন রেজার নম্বর ক্লোন করে বাঘার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা জানান হয়, ‘আপনার প্রতিষ্ঠানে ল্যপটপ বরাদ্দ হয়েছে। কিছু টাকার দরকার।’

বাঘায় ইউএনও শাহিন রেজা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা দেশের বিভিন্ন অঞ্চলে এই সমন্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। সবাইকে সচেতন করা হয়েছে। তদন্তের বিষয় জানতে চাইলে তিনি বলেন, থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে অভিযোগ করা হলেও অগ্রগতি নেই। ওসিদের কাছে এই ধরনের অপরাধীদের শনাক্ত করার প্রযুক্তি নেই। তারাও চেষ্টা করছেন বলে জানান এই কর্মকর্তা।   

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যে মোবাইল সিমগুলো থেকে কর্মকর্তাদের নম্বর ক্লোন করা হয়েছে সেগুলোর বায়োমেট্রিক রেজিস্টেশন ঠিক ব্যক্তির নামে নয়। একজন ব্যবহার করছে অন্যজনের বায়োমেট্রিক রেজিস্টেশন। তিনি বলেন, এই ধরনের অপরাধগুলো যারা তদন্ত করে তাদের জানানো হয়েছে। সেই সঙ্গে মোবাইলের সিম কোম্পানিগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক এ বিষয়ে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মোবাইল নম্বর ক্লোনের বিষয়ে বাঘার ইউএনওর একটা অভিযোগ শুনেছি। এই ধরনের বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলা হয়। এছাড়া ইউএনওদের বলে দেয়া হয়েছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য। 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.011597156524658