ইবিতে তিন বছরেও শেষ হয়নি ডিজিটাল লাইব্রেরির কাজ - দৈনিকশিক্ষা

ইবিতে তিন বছরেও শেষ হয়নি ডিজিটাল লাইব্রেরির কাজ

ইবি প্রতিনিধি |

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আবদুল আজিজ ডিজিটাল লাইব্রেরির কার্যক্রম শুরুর তিন বছর পরেও শেষ হয়নি ডিজিটাল অটোমেশনের কাজ। কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রবেশমুখের বামদিকে অবস্থিত এ ডিজিটাল অটোমেশন কক্ষ। দ্রুত এ সেবাটি গ্রহণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রশাসন ডিজিটাল লাইব্রেরির কার্যক্রম শুরু করা হয়। এরই অংশ হিসেবে ক্রয় করা হয় ৩৫টি কম্পিউটার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের সহযোগিতায় অনলাইনে যুক্ত করা হয় লাইব্রেরিতে থাকা ৫০ হাজার বই। শুরু হয়েছিল শিক্ষার্থী ডাটা এন্ট্রির কাজ। তবে করোনার কারণে থেমে যায় অটোমেশনের কাজ। করোনার সময় তৎকালীন প্রশাসনের মেয়াদও শেষ হয়ে যায়। তাই ওখানেই থেমে যায় ডিজিটাল লাইব্রেরির কাজ। 

দীর্ঘদিন কম্পিউটার চালু না করায় কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে ৯ কম্পিউটার মেরামত করা হয়েছে। বাকি কম্পিউটার পড়ে রয়েছে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারে। এ ছাড়া ৩৫টি কম্পিউটারের মধ্যে ২৬ টির আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ে আছে। নষ্ট হওয়া যন্ত্রাংশর বাজার মূল্য কত তা জানে না সংশ্লিষ্ট কেউ।

অপরদিকে, ডিজিটাল অটোমেশন লাইব্রেরি চালু হলে অনলাইনে সার্চ দিয়ে শিক্ষার্থীরা বই সম্পর্কে সকল তথ্য পাবেন। প্রতিটি বইয়ের জন্য থাকা নির্দিষ্ট বারকোড দিয়ে সার্চ করলেই সে সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে। এমনকি বিদেশে বসেও যে কেউ লাইব্রেরিতে থাকা বই পড়তে পারবেন। 

দেলওয়ার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিজিটাল অটোমেশনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। লাইব্রেরিকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে কম্পিউটার ক্রয় করা হয়। যেখানে লাইব্রেরির সকল বইয়ের এক্সেস ছিল। এ ছাড়া বিশ্বের প্রায় সকল বই শিক্ষার্থীরা এখানে এসে ইন্টারনেট সংযোগের মাধ্যমে পড়তে পারতেন। এখন সে ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা দ্রুত বিষয়টির সমাধান চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, ‘বর্তমান প্রশাসন অভিযোগ তুলেছে বিগত প্রশাসন এ প্রকল্পে দুর্নীতি করেছে। তারা তদন্ত করে দেখুক। তারপরও কাজটি চালু হোক সেটা আমরা চাই। কাজটা সফল করার জন্য কিছু সাপোর্ট দরকার। এর কোনো অংশই সাপোর্ট দিতে রাজি হয়নি প্রশাসন। এভাবে চলতে থাকলে এ কাজ আগানো সম্ভব না।’ 

এ বিষয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ বলেন, ডিজিটাল অটোমেশনের বিষয়টি কিছুদিন পরীক্ষামূলক শুরু হয়েছিল। প্রায় ৫০ শতাংশের অধিক কাজ সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের কাছে ৩ বার নোট দিয়েছি। আপাতত কাজ বন্ধ রাখতে বলেছে প্রশাসন। এতে ডিজিটাল সেন্টারের কম্পিউটারগুলো অচল হয়ে গেছে।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0074210166931152