ঈদের পরে এসএসসি পরীক্ষা, অটোপাসের সুযোগ নেই - স্কুল - দৈনিকশিক্ষা

ঈদের পরে এসএসসি পরীক্ষা, অটোপাসের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক |

উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে সৃষ্ট ভায়বহ বন্যা পরিস্থিতির কারণে সারাদেশের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আসন্ন ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে। ঈদের আগে পরীক্ষা শুরু করার সুযোগ দেখছে না শিক্ষা বোর্ডগুলো। এদিকে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হবে’ বলে নানা গুজব ছড়িয়েছে। তবে, এসএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেয়ার কোনো সুযোগ নেই বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন শিক্ষা প্রশাসনের কর্তারা।

চলতি বছরের এসএসসি পরীক্ষা গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও বন্যায় পাঁচটি শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থগিত হয়েছে পরীক্ষা। উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে নানা প্রশ্ন জন্ম নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। এ কারণে ২০ লাখের বেশি পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছে। 

এ নিয়ে জানতে চাইলে বুধবার দুপুরে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এখন যে পরিস্থিতি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কিছু কিছু স্থানে পানি কমলেও শিক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষা পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তাতে মনে হচ্ছে না ঈদের আগে পরীক্ষা শুরু করতে পারবো। তবে, সার্বিকভাবে পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নতুন সূচি প্রকাশ করা হবে।

তিনি জানান, এসএসসি পরীক্ষা যে অবস্থায় স্থগিত হয়েছে সে অবস্থা থেকেই আমরা পরীক্ষা শুরু করবো। যেভাবে পরীক্ষা ও মানবণ্টন দেয়া হয়েছে সেভাবেই পরীক্ষা হবে। শুধু নতুন রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অটোপাস নিয়ে নানা গুজব ছড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান আরও বলেন, অটোপাসের কোনো সুযোগ নেই। যে মানবণ্টনে পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়েছিলো সে মানবণ্টনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষাও পেছাতে পারে বলেও এর আগে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

সরকারিকরণের দাবিতে ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা - dainik shiksha সরকারিকরণের দাবিতে ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল - dainik shiksha ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল প্রশ্নফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল কারাগারে - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল কারাগারে সরকারি স্কুলে অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তির নির্দেশ - dainik shiksha সরকারি স্কুলে অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তির নির্দেশ বঙ্গবন্ধুর জন্মদিন পালনে কলেজের অবহেলা, শিক্ষার্থীদের প্রতিবাদ - dainik shiksha বঙ্গবন্ধুর জন্মদিন পালনে কলেজের অবহেলা, শিক্ষার্থীদের প্রতিবাদ অবশেষে নীতিমালার মারপ্যাঁচে বঞ্চিতরা পেলেন এমপিওভুক্তির সুযোগ - dainik shiksha অবশেষে নীতিমালার মারপ্যাঁচে বঞ্চিতরা পেলেন এমপিওভুক্তির সুযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি করার ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী - dainik shiksha বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি করার ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী কোন শিক্ষা প্রতিষ্ঠানে কবে শুরু রোজার ছুটি - dainik shiksha কোন শিক্ষা প্রতিষ্ঠানে কবে শুরু রোজার ছুটি please click here to view dainikshiksha website Execution time: 0.0061290264129639