উপাচার্যদের বিতর্কিত কাজে আইনি পদক্ষেপ নিন - দৈনিকশিক্ষা

উপাচার্যদের বিতর্কিত কাজে আইনি পদক্ষেপ নিন

দৈনিকশিক্ষা ডেস্ক |

উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়, যাতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সদ্ভাব রেখে সুষ্ঠুভাবে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাতে পারেন। কিন্তু উদ্বেগের বিষয়, পদে আসীন হওয়ার পর অনেক উপাচার্যই আইন-কানুনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। উপাচার্যদের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয়তে এ তথ্য জানা জানা যায়। 

সম্পাদকীয়তে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ে যে কোনো পরিস্থিতি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামাল দিতে হয়। সময়মতো যথাযথ ব্যবস্থা নিতে হয়। এর ব্যত্যয় হলে বিরূপ পরিস্থিতি ধারণ করে। ছোট একটি ইস্যুতেও তাৎক্ষণিক যথাযথ সিদ্ধান্ত না নিলে তা বড় আন্দোলনে রূপ নেয়।

ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সম্পর্ক স্পর্শকাতর। শিক্ষার্থীদের বয়সটাও বুঝতে হবে প্রশাসনকে। ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে যথাযথভাবে। পক্ষপাত করা যাবে না। ছাত্ররা কখনো কখনো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেও প্রতিবাদে ঝুঁকে পড়ে। ক্যাম্পাসের বাস্তবতা তাদের অবস্থানের সঙ্গে না-ও মিলতে পারে। 

পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকার তাদের আস্থাভাজন শিক্ষককেই উপাচার্য নিয়োগ দেন। কিন্তু উপাচার্যের চেয়ারে বসার পর শিক্ষকের চরিত্রে দলীয় বহিঃপ্রকাশ প্রত্যাশিত নয়। দল ও মতের ঊর্ধ্বে উঠে উপাচার্যকে দায়িত্ব পালন করতে হবে। একজন উপাচার্য হবেন সবার উপাচার্য। সরকারের পক্ষ থেকে উপাচার্যের ওপর চাপ প্রয়োগ করা হয় এমন কোনো প্রমাণ নেই। অনেকাংশে উপাচার্যরাই সরকারের তোষামোদে ব্যস্ত থাকেন। অথচ বিশ্ববিদ্যালয়ের ইমেজ রক্ষা করতে পারলেই সরকারের জন্য মঙ্গল হয়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের বুঝতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অনিয়ম ও দুর্নীতি বহু বছর ধরেই চলে আসছে। তার পরও অনেক অভিযোগই কর্তৃপক্ষ আমলে নেন না। তদন্ত হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এর পুনরাবৃত্তি কোনোভাবে কাম্য হতে পারে না।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.00323486328125