এখনো ক্রিকেটে দ্বন্দ্বের গন্ধ - দৈনিকশিক্ষা

এখনো ক্রিকেটে দ্বন্দ্বের গন্ধ

দৈনিকশিক্ষা ডেস্ক |

দৃশ্যত দ্বন্দ্ব মিটে গেছে বলেই মনে হচ্ছে। ক্রিকেটাররা প্রথমে ১১ দফা, পরে ১৩ দফা দাবি করেছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটাররা যৌথ সংবাদ সম্মেলন করে জানান যে, তাদের ভেতরে সমঝোতা হয়ে গেছে। ক্রিকেটারদের দাবি মেনে নিতেও শুরু করেছে বিসিবি। কিন্তু, ব্যাপারটা এত সরল আর নেই। ভেতরে ভেতরে ক্রিকেটার বনাম বিসিবি দ্বন্দ্বটা বেশ ঘোলাটে হয়ে উঠছে। বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে এখনো চলছে টানাপোড়েন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়।

প্রতিবেদনে আরও জানা যায়, ক্রিকেটারদের দাবি-দাওয়া বিসিবি দ্রুতই মেনে নেয়। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট লিগ সংক্রান্ত দাবি কার্যকর করার ঘোষণা দেয় বিসিবি। উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হলো প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি, দৈনিক ভাতা, যাতায়াত ভাতা, ভালো হোটেলে আবাসন এবং বিমানে ও এসি বাসে যাতায়াতের সুবিধা।

অধ্যায়টা এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু তা হচ্ছে না। নতুন করে দ্বন্দ্ব তৈরি হলো। আর সেটা তৈরি হয়েছে সাকিব আল হাসান বিসিবিকে না জানিয়ে একটি টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ফেলায়। বিসিবির আইন অনুযায়ী কোনো ক্রিকেটার তাদের অনুমতি না নিয়ে টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে না। গত কয়েক মাসে এই আইনের কারণে আরও অন্তত দুই জন ক্রিকেটার টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারেননি। কিন্তু সাকিব চুক্তিটা করেই ফেলেন।

সাকিবের এই চুক্তির পর বিসিবি তাকে নোটিশ দেয়। এদিকে এক সাক্ষাৎকারে বিসিবি প্রধান নাজমুল হাসান দাবি করেন, খেলোয়াড়দের আন্দোলনটা ছিল ভারত সফর নস্যাৎ করার একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র এখনো চলছে। তিনি বলেন, তার কাছে খবর আছে, সাকিবসহ কয়েক জন ক্রিকেটার ভারত যাওয়ার আগ মুহূর্তে বেঁকে বসতে পারেন। এমনকি তামিমের ছুটি নেয়াটাকেও সহজভাবে দেখেননি তিনি।

এই পুরো পরিস্থিতিতে ঘি ঢেলেছেন সাকিব নিজে। গত দুই দিন ধরে বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়রা ভারত সফরকে সামনে রেখে অনুশীলন ম্যাচ খেলছেন মিরপুরে। কিন্তু সাকিব সেখানে উপস্থিত নেই। যদিও গতকাল বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানান, সাকিব কোচের কাছ থেকে ছুটি নিয়েছেন। তার পরও ‘কিন্তু’টা গেল না। কারণ, আকরামই জানালেন, আজ বিসিবি আনুষ্ঠানিকভাবে সাকিবের ভারত যাওয়া বা না-যাওয়া নিয়ে বিবৃতি দেবে। সেই সঙ্গে ভারত সফরের দলটা কেমন হবে, সেটাও জানা যাবে আজ।

তার মানে দ্বন্দ্বটা রয়েই গেছে। আর সেই দ্বন্দ্বটা আজ পেতে পারে নতুন এক চেহারা!

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.006382942199707