করোনা রুখতে ১ বিলিয়ন মার্কিন ডলার দেবে টুইটার প্রতিষ্ঠাতা - দৈনিকশিক্ষা

করোনা রুখতে ১ বিলিয়ন মার্কিন ডলার দেবে টুইটার প্রতিষ্ঠাতা

দৈনিক শিক্ষা ডেস্ক |

করোনা মহামারি মোকাবিলায় ১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। নিজের টুইটারে হ্যান্ডেলে এ ঘোষণা দিয়েছেন ডরসি। তিনি জানিয়েছেন, এ অর্থ তার মোট সম্পদের প্রায় ২৮ শতাংশ। তবে কোভিড-১৯ যুদ্ধে এ অর্থ তিনি কোথায় দেবেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে গতকাল বুধবার মার্কিন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। মঙ্গলবার মৃত্যু হয়েছে ১ হাজার ৮০০ জনের। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে এখন মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লাখ। যেখানে শুরু থেকেই ভেন্টিলেটর এবং চিকিত্সা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সঙ্কট চলছে এবং ইদানীং সঙ্কট আরো তীব্র হয়েছে। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। এ পরিস্থিতিতে জরুরি বিবেচনায় ১ বিলিয়ন কোটি ডলার দান করার ঘোষণা দিলেন ডরসি। তার প্রতিষ্ঠিত পেমেন্ট অ্যাপ স্কোয়ারের শেয়ার বিক্রি থেকেই এ অনুদান দেবেন এবং স্টার্ট স্মল ফাউন্ডেশনের মাধ্যমে সেই অর্থ বিতরণ করা হবে।

এ ব্যাপারে ডরসি বলেছেন, অনুদানের অর্থ দিতে তিনি স্কোয়ারের শেয়ার ব্যবহার করছেন কারণ এখানে টুইটারের চেয়ে বেশি শেয়ারের মালিক তিনি। শেয়ারগুলো তিনি ক্রমান্বয়ে বিক্রি করবেন। কোভিড-১৯ মহামারি শেষ হওয়ার পর যদি অর্থ বেঁচে যায় তাহলে সেই অর্থ কিশোরী স্বাস্থ্য ও শিক্ষা এবং সর্বজনীন মৌলিক আয় বিষয়ে গবেষণায় ব্যয় করা হবে।

আরো পড়ুন : করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল লেনদেন হতে পারে সহায়ক

এদিকে এই মহামারির সময় প্রযুক্তি দুনিয়ার অন্য বিলিয়নেয়াররাও হাত গুটিয়ে বসে নেই। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ইতিমধ্যে ৩ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি মূলত কোভিড-১৯ চিকিত্সাপদ্ধতি উদ্ভাবনে এককালীন এ অর্থ দিতে চান।

ইকমার্স জায়ান্ট অ্যামাজনের সিইও জেফ বেজোস এই লকডাউনের সময় যুক্তরাষ্ট্রের ক্ষুধার্ত মানুষের জন্য ফুডব্যাংকে দিয়েছেন ১০ কোটি ডলার। আর অ্যাপলের সিইও টিম কুক গত মার্চে ইতালিতে চিকিত্সা সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: বিবিসি

 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0039529800415039