করোনা : রৌমারীতে কর্মহীন শ্রমজীবী মানুষ - দৈনিকশিক্ষা

করোনা : রৌমারীতে কর্মহীন শ্রমজীবী মানুষ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি |

কুড়িগ্রামের রৌমারীতে করোনা ভাইরাসের আতঙ্কে সব বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ছে হতদরিদ্র ও শ্রমজীবী মানুষজন। ফলে দিনমজুরেরা তাদের পরিবারগুলো নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। এসব শ্রমজীবী মানুষজনের দাবি- পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই তাদের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে সরকার যেন অন্তত দু’বেলা খাবারের ব্যবস্থা করেন। অন্যথায় না খেয়ে দিনযাপন করতে হবে তাদের।

দাঁতভাঙ্গা গ্রামের বাসিন্দা সালাম মিয়া বলেন, ‘চারদিকে করোনার কথা শুনি। আর কত দিন এমনে চলব? আবার কবে নাগাদ স্বাভাবিক জীবনযাপন করতে পারুম। আমরা এই করোনার আতঙ্ক থেকে মুক্তি চাই।’

স্থানীয় ভ্যানচালক নুরুনবী হোসেন বলেন, ‘ঘর থেকে বের না হওয়ার কথা শুনেছি। কিন্তু পেটের দায়ে ভ্যান নিয়ে ঘর থেকে বের হয়েছি। দেখি কোনো যাত্রী পাই কি না? কিন্তু রাস্তায় কোনো লোকজনই নেই। লোকজন থাকলেও থানার পুলিশ আইলে ভাইগ্যা যায়। এতে এমন হইলে আমরা কি করে চলবো, কি খাবো।’

হরিণধরা গ্রামের ট্রাক্টর মালিক শহিবর রহমান, লাবলু ও মতিয়ার রহমান বলেন, ‘করোনা সংক্রমণের ভয়ে শ্রমিকদের কাজ বন্ধের করে দেয়া হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তাদের এলাকার অনেকেই এখন কাজ না পেয়ে কর্মহীন হয়ে বিপাকে পড়েছে। তারা বলেন, সরকার যদি আমাদের কথা না ভাবে তাহলে না খেয়ে থাকতে হবে।’

শুধু নরুনবী নয়, কৃষি শ্রমিক, অটোভ্যান-ট্রাক্টর চালক ও রিকশাচালকের মতো যারা একদিন কাজ না করলে পেটে ভাত যায় না, তারা অর্ধাহারে অনাহারে থাকার আশঙ্কায় রয়েছেন। হতদরিদ্র মানুষগুলো এখন তাই সরকারের দিকে তাকিয়ে। তাদের দাবি দরিদ্র কর্মহীন মানুষগুলোর তালিকা করে সরকার যেন খাদ্যের বিশেষ ব্যবস্থা করেন।

শৌলমারী ইউপি চেয়ারম্যান কে এম ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারিভাবে দুই মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। কিন্তু করোনার এসময়ে প্রায় লোকজন কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের (জনগণ) কথা ভেবে আরও ত্রাণ বরাদ্দ দেয়ার দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান বলেন, অসহায়দের সরকারিভাবে ত্রাণ দেয়ার প্রস্ততি চলছে। পাশাপাশি উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যেক চেয়াম্যানের নামে দুই মেট্রিক টন করে চাল বরাদ্দ করা হয়েছে।

ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063891410827637