কুবি শিক্ষকের বাসায় রহস্যজনক চুরি - দৈনিকশিক্ষা

কুবি শিক্ষকের বাসায় রহস্যজনক চুরি

কুবি প্রতিনিধি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে কুমিল্লার ২নং দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় ঐ শিক্ষকের স্বামী মো. সামস কবির ভুইয়া চেঙ্গিস বাদী হয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২নং দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন কুবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস। বুধবার দিবাগত রাতে তিনি এবং পরিবারের অন্য সদস্যরা ঘুমাতে যান। পরে ভোর সাড়ে ৪টায় উঠে আলমারি খোলা দেখে অন্যদেরকে জাগিয়ে তুলেন। এসময় তারা দেখেন, থাকার রুমের আলমারির দরজা খোলা এবং ঘরের পিছনের বারান্দার উত্তর পাশের ড্রয়ারটি পড়ে আছে। ড্রয়ার এবং আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলাদি এবং নগদ টাকা নেই। কিন্তু ঘরের বারান্দা অংশের কলাপসিবল গেইটের তালা ঠিকভাবে লাগানো ছিল। 

এসময় নগদ ২৭ হাজার টাকা, প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ১ লাখ ৩৫ হাজার টাকার দুটি মোবাইল এবং জাতীয় পরিচয়পত্র, ব্যাংক চেক, জীবন বীমা বই, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘আমি রাত ১ টার দিকে ঘুমাতে যাই এবং ৪টার দিকে উঠে আলমারি এবং বারান্দার দরজা খোলা দেখি। অথচ মূল গেইট তালাবদ্ধই ছিল। এত কম সময়ে এতকিছু চুরি হওয়া রহস্যজনক বিষয়। কারণ আমরা তালা লাগানোই দেখেছি গেইটে। থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এছাড়া নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমাদের অফিসার বাড়িতে গিয়েছে। যা যা করা দরকার আমরা করছি। বিষয়টি প্রক্রিয়াধীন।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0033168792724609