কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ - দৈনিকশিক্ষা

কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |

মৌলভীবাজারের কুলাউরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মানসিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কুলাউরা-১ কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও কুলাউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন পরীক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে হয়রানি করছেন বলে কেন্দ্র সচিব বরাবর অভিযোগ করেছেন অভিভাবকরা।  

অভিযোগে বলা হয়, সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল মতিন কুলাউরা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছেন। এর ফলে পরীক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না। একজন অভিভাবক তার অভিযোগে উল্লেখ করেছেন, মানসিকভাবে হয়রানির শিকার হয়ে তার মেয়ে পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি শুরু করে।

অভিযোগ উঠেছে, সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল মতিন পরীক্ষার্থীদের বহিষ্কার করবেন বলে হুমকি দেন। নিয়মিত পরীক্ষার্থীদের ‘ঘাড় ধরে বের করে দিবেন’ বলে হুমকি দেন। কীভাবে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দেয় তা দেখে নেবেন বলেও হুমকি দেন তিনি। ফলে তাদের পরীক্ষা খারাপ হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবকরা। 

ভুক্তভোগী একজন পরীক্ষার্থীর অভিভাবক দৈনিক শিক্ষাকে জানান, আমার মেয়ে এন সি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে। আব্দুল মতিন স্যার আগে ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্কুলের সাথে যদি ওনার কোনও ব্যক্তিগত সমস্যা থাকে তার জের ধরে আমার মেয়ের পরীক্ষা ও তার ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তার নেই।

অপর একজন অভিভাবক জানান, কুলাউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে এন সি স্কুলে (নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়) পরীক্ষা দেয়ার সময় বহিষ্কার করা হয়। সে জের ধরেই তিনি এমনটা করছেন। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব আমির হোসেন দৈনিক শিক্ষাকে বেলেন, অভিযোগটি আমরা পেয়েছি। কয়েকজন কক্ষ পরিদর্শকও সহকারী কেন্দ্র সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি মৌখিকভাবে ইউএনওকে জানানো হয়েছে। বোর্ডকেও এ বিষয়ে জানিয়েছি। 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কেন্দ্র সচিব ও কুলাউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন দৈনিক শিক্ষাকে বলেন, অন্য স্কুলের শিক্ষকদের মনমতো পরীক্ষা পরিচালনা না করায় আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। 

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0032570362091064