কেমব্রিজের জুন সিরিজের ফল প্রকাশ - দৈনিকশিক্ষা

কেমব্রিজের জুন সিরিজের ফল প্রকাশ

দৈনিকশিক্ষা ডেস্ক |

অন্যান্য বছরের মতো এ বছরও নির্দিষ্ট সময়ের মধ্যেই চলতি বছরের জুন সিরিজের ফলাফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। গতকাল বৃহস্পতিবার একসঙ্গে ১৩৯টি দেশের প্রায় চার হাজার স্কুলের সাড়ে ৯ লাখের বেশি গ্রেড ইস্যু করা হয়েছে। 

এ বছর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কেমব্রিজ ‘ও’ লেভেলের বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি ভাষা ও গণিতের সিলেবাস ডি। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেলের সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলো হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন। তবে এ বছর বিশ্বব্যাপী কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেলের সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলো হলো ইংরেজি (জেনারেল পেপার), গণিত ও পদার্থবিজ্ঞান।

কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব বলেন, ‘২০২০ সাল একটি সংকটময় বছর হিসেবে পরিণত হয়েছে। এর ব্যাপক প্রভাব পড়েছে সারা বিশ্বের শিক্ষা ও শিক্ষাব্যবস্থার ওপর। বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কেমব্রিজ শিক্ষার্থীরা তাদের জুন সিরিজের পরীক্ষা দিতে পারেনি। এ কারণে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করে গ্রেড প্রদানের জন্য একটি কঠোর প্রক্রিয়া তৈরি করেছি। পুরো প্রক্রিয়ায় আমরা স্কুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং আমাদের গ্রেডিং পদ্ধতিটি সঠিক কি না তা নিশ্চিত করার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছি।’ 

কেমব্রিজ ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ ক্রিস্টিন ওজডেন বলেন, ‘সংকটকালীন পরিস্থিতিতে বিশ্বব্যাপী আমাদের কেমব্রিজের শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকতে পারে এবং শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে পারে, সে জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেমব্রিজ শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতিটা যাতে বিশ্বজুড়ে নিয়োগকর্তা ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে ওঠে সেই বিষয়টিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

 

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0054190158843994