ক্লাস রেখে রাস্তায় নেমেছে যুক্তরাজ্যের শিক্ষার্থীরা - Dainikshiksha

ক্লাস রেখে রাস্তায় নেমেছে যুক্তরাজ্যের শিক্ষার্থীরা

লন্ডন প্রতিনিধি |

যুক্তরাজ্যে স্কুল শিক্ষার্থীরা মনে করছে বৈশ্বিক জলবাযু পরিবর্তনে পরিবেশগত বিপর্যয়ের মারাত্মক ঝুঁকি দিনদিন বেড়ে গেলেও দেশটির রাজনীতিকরা এবিষয়ে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।ফলে রাজনীতিকদের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাতে শুক্রবার রাজপথে নেমে আসে।
স্কুল শিক্ষার্থীদের এই বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম সংগঠক জাতিসংঘের সাবেক জলবায়ু বিষয়ক প্রধান মিস ক্রিস্টিনা ফিগার্স (UN climate chief, Christiana Figueres) বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় তরুণ কণ্ঠস্বরকে গভীরভাবে জাগিয়ে তোলার এখনই মোক্ষম সময়ে।তিনি বলেন, আসল সত্য হচ্ছে-পরিবেশগত বিপর্যয়ের বিষয়ে শিশুরা তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই ভীতসন্ত্রস্ত।শিশুদের পাশাপাশি বড়দেরও এবিষয়ে উপলব্ধি করা উচিত এবং তাদের বিক্ষোভে যোগদান করা বাঞ্চনীয়।

২০১৫ খ্রিস্টাব্দে প্যারিসে ঐতিহাসিক জলবায়ু চুক্তির নেতৃত্ব দেন মিস ক্রিস্টিনা।তিনি বলেন, মূলত ক্রমাগতভাবেই জলবায়ু সংকট বাড়ছে।একটা বাজেয়াবস্থার প্রায় শেষ সীমায় পৌঁছে গেলেও আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি।আমাদের দায়িত্ব হচ্ছে শিশুদের রক্ষাকরা। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণে পিছিয়ে আছি। কয়েক বছর আগে বায়ুমণ্ডলে কার্বনের ঘনত্ব ছিল ৩৫৬ পিপিএম (parts per million- ppm)। এখন তা দাঁড়িয়েছে ৩৯৮ পিপিএম। বিজ্ঞানীরা বলছেন- ৪৫০ পিপিএম হলেই পৃথিবীজুড়ে শুরু হবে অপ্রত্যাশিতভাবে বন্যা, খরা, মরুর লু হাওয়া সহ পৃথিবীর পরিবর্তন।যেখানে কোনো মানুষের বসবাস যোগ্যতা থাকবে না।ফলত পৃথিবী হবে বসবাসের অযোগ্য। যার লক্ষণ  হিসাবে বিশ্বজুড়ে পরিবেশগত পরিবর্তন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

এই সংকট মোকাবেলায় টেকসই ও কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নাম্বার ডাউনিং স্ট্রিট, পার্লামেন্ট স্কয়ার সহ দেশজুড়ে অন্তত ৬০ গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ প্রদর্শন করে।এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

মূলত গত আগস্ট মাসে এই বিক্ষোভ শুরু হয় সুইডিশ পার্লামেন্ট চত্বর থেকে।এসময়ে ব্যক্তিগত উদ্যোগে এই বিক্ষোভ শুরু হলেও এখন সুইডেনে প্রতিসপ্তাহে ৭০ হাজারেরও বেশি শিশু বিক্ষোভে অংশ নিচ্ছে। বর্তমানে লন্ডন সহ বিশ্বের ২৭০টি শহরে এই বিক্ষোভ চলছে। যুক্তরাজ্যে প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে দুপুরে খাবারের ছুটির সময়ে এই বিক্ষোভে অংশ নেয়।তারা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয় এবং নানা স্লোগান দিতে থাকে। পার্লামেন্টের বাইরে সড়কে বিক্ষোভকালে শিক্ষার্থীদের স্লোগান দিতে সোনা যায়- '' ইঞ্জিন বন্ধ করো'', ''আমরা এখনই পরিবর্তন চাই''।

এসময়ে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করে বিক্ষোভের সুযোগ করে দেয়।শিশুদের বিক্ষোভ চলাকালে পথচারীরাও তাদের সমর্থন জানায়।তবে পুলিশ আর পথচারীরা নীরব দর্শকের মতো তাকিয়ে থেকে  শিশু বিক্ষোভকে উপভোগ করেছেন।কেউ কেউ বলছেন-''আমরা তোমাদের গর্বিত মাতা-পিতা''।

এই বিক্ষোভকে কেন্দ্র করে হাউজ অব কমন্সের একাধিক সদস্য তাদের ফেসবুকে লিখেছেন-'' তোমরা একটুখানি তোমাদের ক্লাসের সময় অপচয়ে করলেও তোমাদেরকে স্বাগত। আমরা ৩০ বছর অপচয় করেছি। তোমরা আমাদেরকে বিবেককে জাগিয়ে দিয়েছো।এটা আমাদের জন্য লজ্জার'' 

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0061910152435303