খরচ বাঁচাতে পুরনো বইয়ে ঝুঁকছেন ক্রেতারা - দৈনিকশিক্ষা

খরচ বাঁচাতে পুরনো বইয়ে ঝুঁকছেন ক্রেতারা

আসাদুল ইসলাম |

ঢাকায় পুরাতন বইয়ের তিনটি বিখ্যাত বাজারের একটি হলো বাংলাবাজার। বাকি দুটি হলো পুরানা পল্টন ও নীলক্ষেত। নতুন বই ছাপা ও বিক্রয়ের জন্য বাংলাবাজার বিখ্যাত হলেও পুরোনো বই ক্রয়-বিক্রয়েও বাংলাবাজারের বেশ খ্যাতি রয়েছে। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অল্প পরিসরে কিছু দোকান রয়েছে।

রাজধানীর সদরঘাট যেতে ফুটওভার ব্রিজ মোড়ে এসে বাদিকেই বাংলাবাজার রোড। এ রাস্তার পাশেই ফুটপাতে রয়েছে সারি সারি এসব পুরোনো বইয়ের দোকান। গল্পের বই থেকে শুরু করে যেকোনো ধর্মীয় বই, অ্যাকাডেমিক বই বা চাকরি প্রস্তুতির পুরোনো বই পাওয়া যায় বাংলাবাজারের এসব দোকানে।

 এসব দোকানে শুধু যে পুরোনো বই বিক্রি হয় তা নয়, বিক্রেতারা পুরোনো বই কেনেনও। বই পড়ার পর অনেকেই তাদের বই পুরানো বইয়ের দোকানে কম দামে বিক্রি করেন। পরবর্তীকালে ব্যবসায়ীরা লাভজনক মূল্যে সেসব বই আবার নতুন কোনো ক্রেতার কাছে বিক্রি করেন।

এদিকে, নতুন বইয়ের দামের তুলনায় পুরানো বইয়ের দাম সস্তা হওয়ায় পাঠকদের মধ্যে পুরানো বই কেনার প্রবণতা বেশ লক্ষ্যণীয়। বিক্রেতারা বলছেন কাগজে দাম বৃদ্ধি পাওয়ার পর নতুন বইয়ের দামও বেড়েছে। তাই সাশ্রয়ী মূল্যে বই কেনার জন্য অনেক ক্রেতাই এখন পুরোনো বইয়ের দোকানগুলোর দিকে ঝুঁকছেন।

মাস্টার্সে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বাংলাবাজারে এসেছেন এমবিএ'র একটি অ্যাকাডেমিক বই কিনতে। তিনি বলেন,  অনেক জায়গায় খুজেও নতুন বা পুরাতন কোনো বই পাচ্ছিলাম না। তাই যাওয়ার সময় ভাবলাম বাংলাবাজারে একটু খুঁজি। এখানে এসে পেয়েছি। 

মো. আব্দুস সালাম এসেছেন ছেলের জন্য বই কিনতে। তিনি বলেন, ‘আমার ছেলে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠেছে। ওর জন্য পুরাতন টেস্ট পেপার কিনতে এসেছি। দাম কম হলেও বই নতুনের মতো।’
চাকরি প্রস্তুতির বই কিনতে আসা মো. শামীম নামের এক শিক্ষার্থী বলেন, চাকরি প্রস্তুতির জন্য বই কিনতে এসেছি। বাংলার জন্য বই কিনবো। সাহিত্য তো আর পরিবর্তন হয় না। তাই পুরাতন বই খুঁজছি। নতুন বইয়ের চেয়ে অনেক কম দামে ভালো বই কেনা যায় এখানে।

রাজধানীর বাংলাবাজারের পুরাতন বইয়ের দোকান বৈশাখী স্টোরের মালিক আকতার হোসেন জানান, তিনি দ্বাদশ শ্রেণি পর্যায় পর্যন্ত বইগুলো বিক্রি করেন। তিনি বলেন, ‘আমার দোকানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বইগুলো বিক্রি করি। নতুন বইয়ের চেয়ে দাম অনেক কম হওয়ায় শিক্ষার্থীরা এই বইগুলো কিনতে আসে। দাম কম হলেও বইয়ের মান ভালো। দাগ বা ছেড়া সেরকম থাকে না।’

পুরাতন এসব বই তিনি কীভাবে সংগ্রহ করেন জানতে চাইলে বলেন, শিক্ষার্থীরা বই পড়ার পর অনেকেই আমাদের কাছে বিক্রি করে। এ ছাড়াও কিছু বই পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনি। অনেকেই আবার এ বই দিয়ে অন্য কোনো বই নিয়ে যান।

মো. জামাল নামের আরেক বিক্রেতা জানান, তার দোকানে চাকরির বইসহ যেকোনো বই পাওয়া যায়। তিনি বলেন, অনেক শিক্ষার্থী তাদের পুরোনো বই আমাদের কাছে বিক্রি করে যান। আমরা কম দামে সেগুলো কিনে আবার কিছু লাভ রেখে সেগুলো বিক্রি করি।

 বেচাকেনার বিষয়ে তিনি বলেন, পড়াশোনা তো এখন সব ইন্টারনেটে হয়ে গেছে। সবকিছু ইন্টারনেটে পাওয়া যায়। তারপরও ছাপা বইয়ের চাহিদা আছে। আমরা কম দামে বিক্রি করি বলে ক্রেতারা আসেন। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0049290657043457