গ্রিন ইউনিভার্সিটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা - দৈনিকশিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতফেরি, কেন্দ্রীয় ও জিউবি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়েছে। পরে গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় ভাষা সৈনিক ও পরমানু বিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট স্মৃতিচারণ করেন।

এসময় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফাইজুর রহমান ও সহকারি অধ্যাপক সিরাজুম মুনিরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, বায়ান্ন সালের ভাষা আন্দোলনই প্রদক্ষেপ, যেখানে বাঙালী সন্তানরা নিজ দেশকে রক্ষার জন্য লড়াই করেছে। তাছাড়া বাঙালি জাতিই প্রথম এবং শেষ, যারা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে এবং অধিকার ছিনিয়ে নিয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা বিশ্বের সকল জাতিগোষ্ঠীর কাছে বিজয়ের প্রতীক হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. শহীদ উল্লাহ বলেন, মহান ভাষা আন্দোলন জাতীয় ইতিহাসে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। অমর একুশের অবিনাশী এই চেতনাই পরবর্তীকালে স্বাধিকার ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম প্রেরণা ও শক্তি জুগিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দেয়ার মাধ্যমে বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। বর্তমানে তার কন্যাও সেই দায়িত্ব পালন করছেন। তিনি ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষার দাবিতে সোচ্চার তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সকল ভাষাসৈনিককে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব পরিচালনায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0058789253234863