ঘূর্ণিঝড়ে উড়ে গেছে টিনের চাল, ছাপরাঘরে চলছে পাঠদান - দৈনিকশিক্ষা

ঘূর্ণিঝড়ে উড়ে গেছে টিনের চাল, ছাপরাঘরে চলছে পাঠদান

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি |

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসায় টিনের ছাপরায় চলছে পাঠদান। ঘূর্ণিঝড়ে মাদরাসার আধাপাকা ঘরের টিনের চাল উড়ে গেছে। এর পর থেকে মাদরাসা চত্বরে টিনের ছাপরা দিয়ে চালানো হচ্ছে পাঠদান। ফলে বৃষ্টির দিনে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ মাদরাসা কর্তৃপক্ষের। তাই দ্রুত নতুন ভবন নির্মাণ বা পুরনো ঘরটি সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমানে মাদরাসাটিতে ৪৪৫ জন শিক্ষার্থী আছে।

১৯৯৪ খ্রিষ্টাব্দে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি ও হাউলি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাদরাসাটি নির্মিত হয়। ২০০০ খ্রিষ্টাব্দে এমপিওভুক্ত হওয়ার পর সরকারিভাবে দুই রুম ও স্থানীয়দের সহায়তায় আরো চারটি রুম নির্মাণ করা হয়।

মাদরাসা সুপার সহিদুল ইসলাম জানান, গত জুন মাসে ঘূর্ণিঝড়ে মাদরাসার আধাপাকা শ্রেণিকক্ষের টিনের চাল উড়ে যাওয়ায় পরিত্যক্ত হয়ে পড়ে ঘরটি। পরে একটি টিনের ছাপরা দিয়ে সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান হচ্ছে। একটু ঝড়-বৃষ্টি হলেই চারদিক থেকে পানি এসে ওই স্থানে আর বসার মতো অবস্থা থাকে না। কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে বর্ষার দিনে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে কমে যায়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. মতিন বলেন, ‘মাদরাসার চাল উড়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ জানায়নি বা কোনো আবেদন করেনি। এখন যেহেতু জানতে পারলাম এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0057151317596436