চবিতে মেধা তালিকায় থেকেও ভর্তির অযোগ্য ৩ শতাধিক শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

চবিতে মেধা তালিকায় থেকেও ভর্তির অযোগ্য ৩ শতাধিক শিক্ষার্থী

চবি প্রতিনিধি |

পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না তিন শতাধিক শিক্ষার্থী। মানোন্নয়নের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের ভর্তি করা হবে না কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তারা এখন দিশেহারা। আবেদনকারীরা বলছেন, অনেক কাঠখড় পুড়িয়ে এতদূর আসার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে পুরো শিক্ষাজীবনই ধ্বংসের মুখে পড়বে।

ভর্তি পরীক্ষার নীতিমালায় উল্লেখ ছিল ২০১৯ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের পাশাপাশি ২০১৮ খ্রিষ্টাব্দে পাস করেও যারা চলতিবছর মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবে। সে আলোকে বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ৭৪১ জন ছিল যারা মানোন্নয়নের মাধ্যমে উত্তীর্ণ।

এই পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইউনিটের মেধা তালিকায় নাম আসে অন্তত তিনশজনের। কিন্তু কর্তৃপক্ষ এখন বলছে তারা ভর্তি হতে পারবে না। আবেদনকারীদের বক্তব্য, তারা অযোগ্য হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়ারই কথা নয়। এছাড়া মেধা তালিকায় নাম আসায় অনেকে অন্য কোথাও ভর্তি পরীক্ষা দেননি আবার কেউ কেউ বিভিন্ন কলেজের ভর্তিও বাতিল করে দিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইন বলেন, বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। কিন্তু না বুঝে অনেকে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভর্তি কমিটি।

তবে যোগ্য না হওয়া সত্ত্বেও কেন তাহলে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হলো-সে প্রশ্নে কারিগরি সমস্যার দোহাই দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0060749053955078