চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু নিউজিল্যান্ডের - দৈনিকশিক্ষা

চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু নিউজিল্যান্ডের

দৈনিকশিক্ষা ডেস্ক |

লড়াই অতি আক্রমণের হলে ফলা ভাঙলে বিপর্যয় নিশ্চিত। সেটা জেনে এবং মেনে বিধ্বংসী ক্রিকেটে পঞ্চাশ ও বিশ ওভারের বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। হিসাব কষা ক্রিকেটে কম যায় না নিউজিল্যান্ডও। ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের জয়ই যার প্রমাণ। জোড়া সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড বধ করেছে গেল দুই আসরের রানার্স আপরা। 

বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৪০ রানের ভালো জুটি পেলেও পরে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ওপেনার ডেডিভ মালান ১৪ ও জনি বেয়ারস্টো ৩৩ রান করে ক্যাচ দেন। তারা বিদায় নিলে চারে নামা হ্যারি ব্রুক ২৫ রান যোগ করেন। এরপর মঈন আলী ১১ রান করে ফেরেন।

দলের হয়ে সেরা জুটি দেন দুই অভিজ্ঞ ব্যাটার জো রুট ও জস বাটলার। তারা ৭৮ রান যোগ করেন। পাঁচে নামা অধিনায়ক বাটলার ৪২ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৩ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট। তিনি ৮৬ বল খেলে চারটি চার ও এক ছক্কায় ওই রান করেন। এরপর লিয়াম লিভিংস্টোন (২০) ও  স্যাম কারেন (১৪), আদিল রশিদ (১৫) ও মার্ক উডের (১৩) ছোট ছোট সংগ্রহে লড়াই করার জন্য ৯ উইকেটে ২৮২ রানের পুঁজি পায়।

কিন্তু লড়াই করার পুঁজিতে লড়তে পারেননি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বোলাররা। কিউইদের স্কোরবোর্ডে রান ১০ হতেই দলটির ওপেনার উইল ইয়ংকে তুলে নেন স্যাম কারেন। ইয়ং গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর ডেভন কনওয়ে ও তিনে নামা রাচিন রবিন্দ্র সেঞ্চুরি করে ২৭৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে জয় এনে দেন।

ওপেনার কনওয়ে খেলেন ১২১ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। আইপিএলের সুবাদে ভারতের জল-হাওয়া পরিচিত হয়ে যাওয়া এই ব্যাটার ১৯টি চার ও তিনটি ছক্কা তোলেন। অধিনায়ক কেন উইলিয়ামস না থাকায় তিনে ব্যাট করতে নেমে তরুণ অলরাউন্ডার রাচিন রবিন্দ্র ১২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ৯৬ বলে সাজানো ইনিংসে ১১টি চার ও পাঁচটি ছক্কার শট ছিল।

দেশের হয়ে কনওয়ে ও রবিন্দ্র ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি দিয়েছেন। এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জেমস মার্শাল ও ব্রেন্ডন ম্যাককালাম ২৭৪ রানের জুটি গড়েছিলেন। যেটি তাদের সবচেয়ে বড় ওপেনিং জুটি। এবার তিনে দেশের হয়ে সর্বাধিক রানের জুটি দিলেন রাচিন ও কনওয়ে। সেঞ্চুরির সঙ্গে একটি উইকেট নেওয়ায় রাচিন ম্যাচ সেরা হয়েছেন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ম্যাট হেনরি তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন মিশেল সাটনার ও গ্লেন ফিলিপস।

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তি : শিক্ষক নিয়োগে আবেদন ২৩ হাজারের বেশি - dainik shiksha পঞ্চম গণবিজ্ঞপ্তি : শিক্ষক নিয়োগে আবেদন ২৩ হাজারের বেশি শিক্ষার্থী মূল্যায়ন: ৬৫ শতাংশ লিখিত, ৩৫ কার্যক্রমভিত্তিক - dainik shiksha শিক্ষার্থী মূল্যায়ন: ৬৫ শতাংশ লিখিত, ৩৫ কার্যক্রমভিত্তিক একাদশে ভর্তি আবেদন ২৬ মে থেকে ১১ জুন - dainik shiksha একাদশে ভর্তি আবেদন ২৬ মে থেকে ১১ জুন ইবতেদায়ি মাদরাসার হালনাগাদ তথ্য চেয়েছে অধিদপ্তর - dainik shiksha ইবতেদায়ি মাদরাসার হালনাগাদ তথ্য চেয়েছে অধিদপ্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে - dainik shiksha একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে - dainik shiksha শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0059609413146973