ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ - দৈনিকশিক্ষা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল সানির বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিউল সানি আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের বাসিন্দা। ওই ছাত্রী উপজেলার একটি কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন।

ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল সানির পরিচয় থেকে সম্পর্ক হয়। তিন মাস আগে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে রবিউল নিজের ক্যারিয়ারের অজুহাত ওই ছাত্রীকে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করান। একপর্যায়ে বিয়ের জন্য রবিউলকে চাপ দেন ওই ছাত্রী। গত ২৪ সেপ্টেম্বর আবার বিয়ের প্রলোভন দেখিয়ে জেলা শহরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন রবিউল। পরে কৌশলে ওই ছাত্রীর মুঠোফোন থেকে নিয়ে ইমো, মেসেঞ্জার ও ফেসবুক থেকে সব ছবি মুছে ফেলেন রবিউল। 

ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর আশুগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছফিউল্লাহ মিয়ার কার্যালয়ে বিষয়টি নিয়ে তিন দফায় সালিস হয়। দুটি সালিসে ছফিউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। কিন্তু সর্বশেষ সালিসে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, জেলা কাজি সমিতির সভাপতি কাজি মহিউদ্দিন মোল্লা, স্থানীয় জাকির হোসেন ও মোশারফ মুন্সী তিন দিনের সময় নিয়েছেন। ৩০ সেপ্টেম্বরের সালিসে রবিউল ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন।

সোমবার দুপুরে ওই ছাত্রীর বড় ভাই বলেন, ‘আমার বোনের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই হাসে, এই কাঁদে। ছাত্রলীগ নেতা ছফিউল্লাহ মিয়ার ছত্রচ্ছায়ায় থাকেন রবিউল। ছফিউল্লাহর কারণেই বিষয়টির সমাধান হচ্ছে না। তিনি বিষয়টি সমাধানের জন্য আমাদের বাড়িতে টাকার প্রস্তাবও পাঠিয়েছেন।’  

রবিউল সানির মা মুঠোফোনে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে এটা একটা চক্রান্ত।’

ছফিউল্লাহ মিয়া বলেন, ‘দলের ভাবমূর্তি নষ্ট হবে, এমন কিছু করতে পারব না। অভিযোগের বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। তাঁরা কোনো প্রমাণ দিতে পারেনি।’ তিনি বলেন, ‘এখানে সমাধান দুইটা। একজন আরেকজনকে মাফ করে দেবে অথবা মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে। আর সানি বলতেছে, সে ওই মেয়েকে গ্রহণ করবে না।’

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বলেন, ‘বিষয়টি বিভিন্ন মাধ্যমে আমি শুনেছি। তবে মেয়ের পরিবার যদি আইনগত কোনো ব্যবস্থা নেয়, আমরা ছাত্রলীগের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037291049957275