ছাত্রীকে জড়িয়ে ধরে ‘স্নেহ’ অফিস সহকারীর - Dainikshiksha

ছাত্রীকে জড়িয়ে ধরে ‘স্নেহ’ অফিস সহকারীর

লক্ষ্মীপুর প্রতিনিধি |

লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে অভিযুক্ত অফিস সহকারী তাবারক হোসেন আজাদ নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ভুক্তভোগী কয়েকজন ছাত্রীর অভিযোগ, ‘তাবারক হোসেন আজাদ স্কুলের অফিস সহকারী হলেও মাঝে মাঝে ক্লাস নিতেন। ক্লাসে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করেন। তার প্রস্তাবে রাজি না হলে ফেল করিয়ে দেয়া হবে বলেও হুমকি দেন। সম্প্রতি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্কুলের ১০ শিক্ষার্থী ও অভিভাবক তাবারক হোসেন আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেয়। একই সঙ্গে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়।’

এদিকে যৌন হয়রানির শিকার ওই ছাত্রী জানায়, ‘গত ১৬ এপ্রিল অভিযুক্তের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছি। বিষয়টি যাতে আর কাউকে না জানাই সেজন্য আজাদ (অভিযুক্ত) তার বাবাকে পাঠিয়েছেন আমাদের বাড়িতে। তিনি বিষয়টি চেপে যেতে বলেছেন। তার ছেলের ক্ষতি হলে বিষয়টি দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন। এ কারণে আতঙ্কে থাকতে হচ্ছে।’

তবে অভিযুক্ত তাবারক হোসেন আজাদ দাবি করেন, ‘তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ছাত্রীর বাবা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অনেক আগে। এ কথা শুনে ওই ছাত্রীকে স্নেহ করে জড়িয়ে ধরি। যৌন হয়রানির কিছুই করা হয়নি।’ বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুরোধে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমাদের জন্য লজ্জার। গত ১৬ এপ্রিল ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। এরপর তদন্ত করে ঘটনার সত্যতাও পাওয়া যায়। পরে তাবারক হোসেন আজাদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি ইউএনওকে মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0064499378204346