ছিনতাইয়ে বাধা : ছাত্রের মাথা ফাটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা - দৈনিকশিক্ষা

ছিনতাইয়ে বাধা : ছাত্রের মাথা ফাটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহের ত্রিশালে ভয়ংকর হয়ে উঠছে কিশোর গ্যাং। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অল্প বয়সে শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছে নানা অপকর্মে। মারামারি, হামলা ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়ছে এই কোমলমতি শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে পৌরশহরের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ ত্রিশাল সরকারি নজরুল একাডেমির অফিস কক্ষে ঢুকে কিশোর গ্যাং সদস্যরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় রুকনুজ্জামান তাজ নামে নবম শ্রেণির এক ছাত্রকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গত শনিবার নজরুল মঞ্চের পেছনে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাইয়ের চেষ্টা করছিল। তাতে বাধা দেয় রুকনুজ্জামান তাজ। এ জন্য তার ওপর ক্ষুব্ধ হয় গ্যাংয়ের সদস্যরা। ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে রুকনুজ্জামান স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে এলে নজরুল একাডেমির অফিস কক্ষেই তার ওপর অতর্কিত হামলা চালায় তারা। আলমগীরের নেতৃত্বে ওই হামলায় অংশ নেয় জাহাঙ্গীর, রাব্বী, মোজাম্মেল, শাহিক, আনোয়ার, রিশাতসহ ২০ থেকে ২৫ কিশোর। শিক্ষকদের সামনেই ওই হামলা চালায় তারা। পরে শিক্ষক ও স্থানীয়রা মিলে তাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, নজরুল একাডেমির পাশে কোর্ট ভবন এলাকাসহ পৌরশহরের কয়েকটি স্পটে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতা দেখা যায়। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ছাত্রদের সাইকেল ও মোবাইল ছিনতাই, চুরিসহ নানা অপকর্মে লিপ্ত থাকে তারা। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে তারা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও মারাত্মক হামলা করতে দ্বিধাবোধ করছে না তারা। অপকর্মের প্রতিবাদ করলে বা বাধা দিলে সাধারণ মানুষের ওপর হামলা চালায় তারা। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা ও নৈতিক শিক্ষার অভাবে কিশোররা এমন অপরাধে জড়িয়ে পড়ছে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল। প্রভাবশালীরা তাদের প্রয়োজনে প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান জানান, অফিস কক্ষে হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করছি। এখানে সিসিটিভি রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0070919990539551