ডাচ ফুটবলার কোমা থেকে জাগলেন ২ বছর ৯ মাস পর - দৈনিকশিক্ষা

ডাচ ফুটবলার কোমা থেকে জাগলেন ২ বছর ৯ মাস পর

দৈনিকশিক্ষা ডেস্ক |

২ বছর ৯ মাস পর কোমা থেকে জাগলেন আয়াক্স আমস্টারডামের ডাচ ফুটবলার আব্দুল হক নুরি। ২০১৭ খ্রিষ্টাব্দের জুলাইয়ে এক ম্যাচ খেলার সময় ব্রেইনে আঘাত পেয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি। ডাক্তাররা বলেছিলেন, তার স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা ক্ষীণ, সারাজীবনই এভাবে কেটে যেতে পারে। তবে সম্প্রতি ডাচ টিভির বিশেষ এক প্রোগ্রামে নুরির ভাই আব্দুর রহিম জানিয়েছেন, অভাবনীয় কিছুই দেখতে পাচ্ছেন তারা।

নেদারল্যান্ডসের অন্যতম প্রতিভাধর মিডফিল্ডার আব্দুল হক নুরি। ডাচদের বিভিন্ন বয়সভিত্তক দলে খেলেছেন তিনি। দুর্ঘটনায় না পড়লে ফ্র্যাঙ্কিং ডি ইয়ং-ম্যাথিয়াস ডি লিটদের সঙ্গে জাতীয় দলে এতদিনে অভিষেক হয়ে যেতো নুরির। ২০১৬ খ্রিষ্টাব্দে ১৮ বছর বয়সে আয়াক্সের মূল দলে হয়ে খেলার সুযোগ পান তিনি। ৯ ম্যাচ খেলার পরই সেই দুর্ঘটনা। ২০১৭ খ্রিষ্টাব্দের জুলাইয়ে জার্মান ক্লাব ভেরদার ব্রেমেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নেমে মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক হয় নুরির। সেখান থেকে হাসপাতালে বন্দি হয়ে পড়ে জীবন। 

২০১৮ খ্রিষ্টাব্দের আগস্টে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ২২ বছর বয়সী নুরিকে।

চেনা পরিবেশে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন এই ফুটবলার। তার ভাই আব্দুর রহিম বলেন,‘আমি এটা বলতেই পারি যবে থেকে সে বাড়িতে তার অবস্থা ভালোর দিকে যাচ্ছে। সে বুঝতে পারছে যে তার চেনা পরিবেশে পরিবারের সঙ্গে আছে। সে আর কোমায় নেই। জেগে ওঠেছে। খাচ্ছে, ঢেকুর তুলছে, ঘুমাচ্ছে, হাঁচি দিচ্ছে। কিন্তু সে এখনো বিছানা ছেড়ে বেরোতে পারছে না। এখনো আমাদের ওপর খুবই নির্ভরশীল। আমরা তার সঙ্গে এমনভাবে কথা বলি যেন সে অসুস্থ নয়। আমাদের কথোপকথনে তাকে অন্তর্ভুক্ত করি। একসঙ্গে ফুটবল ম্যাচ দেখি। খেলা দেখার সময় আমরা খেয়াল করি যে সে এটা পছন্দ করে। প্রায়ই আবেগ দেখায়, মাঝে মাঝে মুচকি হাসে।

নুরির বাবা মোহাম্মদও উপস্থিত ছিলেন টিভি শোতে। তিনি বলেন, ‘তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0041241645812988