ঢাবিতে দৃষ্টিপ্রতিবন্ধী হল সংসদ নেতাকে হেনস্থার অভিযোগ - Dainikshiksha

ঢাবিতে দৃষ্টিপ্রতিবন্ধী হল সংসদ নেতাকে হেনস্থার অভিযোগ

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সভায় সংস্কৃতি সম্পাদক ইমরান হাসান সমাজসেবা সম্পাদক দৃষ্টিপ্রতিবন্ধী আবুল হোসেনকে হেনস্থা ও অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ করেন আবুল হোসেন নিজেই। বুধবার দিবাগত রাত ১১টার পর হল সংসদে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন অভিযোগ করেন, গত বুধবার রাতে হলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কার্যকরি সভা হয়। সভায় পহেলা বৈশাখে হল থেকে খাবার বিতরণের বিষয়ে তাকে কেন জানানো হয়নি, এ বিষয়ে হলের ভিপি এবং জিএস এর কাছে প্রশ্ন করি। হলের ভিপি শহিদুল হক শিশির তখন বলেন, এই অনুষ্ঠানে সমাজসেবা সম্পাদকের কোনো কাজ নেই। পহেলা বৈশাখ উদযাপনের বিষয়ে সাংস্কৃতিক সম্পাদকের পাশাপাশি সমাজসেবা সম্পাদকেরও দায়িত্ব রয়েছে দাবি করি। এ কথার প্রতিবাদ করতে গেলে সংসদের সংস্কৃতি সম্পাদক অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে। এক পর্যায়ে তিনি পেটানোর জন্য চেয়ার নিয়ে তেড়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী আবুল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে সমাজ সেবা সম্পাদক আবুল হোসেন বলেন, আমি সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের বিষয়ে সংসদের আলাচনায় বলি। কিন্তু আমি প্রতিবন্ধী হওয়ায় আমাকে হেয় প্রতিপন্ন করে সবসময় মাইনাস করতে চায়। এমন দৃষ্টিভঙ্গি থেকে সংস্কৃতি সম্পাদক ইমরান আমাকে হেনস্থা করেছে। নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদে ভালোভাবে কাজ করতে পারছি না। সংসদের অন্যদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো সদুত্তর দেন না।

ইমরান হাসান হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান হাসান বলেন, পহেলা বৈশাখের বিষয়ে সমাজসেবা সম্পাদকের সাথে কথা কাটাকাটি হয়েছিল। জুনিয়র হিসেবে তার কাছে কয়েকবার দুঃখ প্রকাশ করেছি। চেয়ার নিয়ে তেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ইমরান বলেন, আমি তা করিনি। উল্টো তিনিই হাতে চেয়ার নিয়ে বার বার আমার দিকে তেড়ে আসছিলেন। এই বিষয়ে হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দিয়েছি।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া বলেন, হল সংসদের সমাজসেবা সম্পাদক আমার কাছে অভিযোগ জমা দিয়েছে। ব্যক্তিগত কাজে হলে যেতে পারিনি। হলে গিয়ে বিষয়টা খতিয়ে দেখবো। হল সংসদের সভায় নিজেদের মধ্যে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0058319568634033