ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের নতুন প্রাধ্যক্ষ্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান। বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ড. মাসুদুর রহমানের নিকটে দায়িত্ব হস্তান্তর করেন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন।
হল নিয়ে পরিকল্পনা জানতে চাইলে নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, মুহসীন হল বিশ্ববিদ্যালয়ের একটি বড় হল। এর বিদ্যমানে যে অবকাঠামো আছে তার চাইতেই কিন্তু অধিক সংখ্যক ছাত্র হলে অবস্থান করছে। প্রাধ্যক্ষ হিসেবে আমি চেষ্টা করবো হলের আবাসন ব্যবস্থাকে আরও সহনীয় করতে, শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করতে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাছাড়া করোনার মধ্যে যদি হল খুলে দিতেই হয়, তাহলে শিক্ষার্থীদের কীভাবে নিরাপদে ক্যাম্পাসে রাখা যায়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে কাজ করবেন বলেও জানান তিনি।
নতুন প্রাধ্যক্ষ হিসেবে হাজী মুহম্মদ মুহসীন হলে তিনি এমন সময়ে যোগদান করলেন, যখন করোনার কারণে হল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কবে হলে ফিরবে সেটা এখনো অনিশ্চিত।
উল্লেখ্য, উপমহাদেশের অন্যতম শিক্ষানুরাগী হাজী মুহম্মদ মুহসীনের নামে ১৯৬৭ সালে হাজী মুহম্মদ মুহসীন হল প্রতিষ্ঠিত হয়।