তীব্র প্রতিবাদের মুখে এ লেভেলের ফল পরিবর্তন - দৈনিকশিক্ষা

তীব্র প্রতিবাদের মুখে এ লেভেলের ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক |

সম্প্রতি প্রকাশিত ইংরেজি মাধ্যমের ‘এ’ লেভেলের ফলাফল পুনরায় গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল। শিক্ষার্থী, অভিভাবক, এমনকি স্কুল কর্তৃপক্ষের তীব্র প্রতিবাদের মুখোমুখি হওয়ার পরে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। পরিবর্তিত গ্রেড স্কুলের দেয়া গ্রেডের চেয়ে কম হবে না।

১৭ আগস্ট ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে বলেছে,আমরা যত তাড়াতাড়ি সম্ভব নতুন গ্রেড প্রকাশ করব। বিশ্ববিদ্যালয় ও ভর্তি সংস্থাগুলির সাথেও নতুন গ্রেড শেয়ার করা হবে। পরিবর্তিত গ্রেড স্কুলের দেওয়া গ্রেডের চেয়ে কম হবে না।

বিষয়টি নিশ্চিত করে ইংরেজি মাধ্যম স্কুল সানিডালের উপাধ্যক্ষ ইয়াসমীন হাবিব বলেছেন, ‘কেমব্রিজ ইন্টারন্যাশনাল আমাদের আশ্বাস দিয়েছে এ-লেভেলের ফলাফল পুনরায় গ্রেড করবে। বিষয়টি সম্পর্কে আমাদের একটি চিঠিও দিয়েছে।

আরও পড়ুন : এ লেভেলের ফল খারাপ, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের ক্ষোভ

তিনি আরও বলেন, এটা উদ্বেগের বিষয় ছিল যে ‘এ’ লেভেলের অনেক শিক্ষার্থীর ডাউনগ্রেড করা হয়েছিল। শিক্ষার্থীরাও বিরক্ত হয়েছিল। এটা অবশ্যই খুব ভালো খবর যে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ফলাফল পুনরায় গ্রেড করবে এবং শিগগিরই প্রকাশ করবে।

ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার উত্তরা সিনিয়র ক্যাম্পাসের অধ্যক্ষ ফারাহ সাফিয়া আহমেদ মঙ্গলবার বলেন, কেমব্রিজ ইন্টারন্যাশনাল থেকে চিঠি দিয়ে তাঁদের জানানো হয়েছে যে গ্রেড পরিবর্তন করা হবে। শুধু বাংলাদেশেই নয়,সারা বিশ্বেই এই পরিবর্তন হচ্ছে।

করোনার কারণে এবার পরীক্ষা ছাড়াই শিক্ষা কর্তৃপক্ষ,সরকার এবং স্কুলের সঙ্গে মিলে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে চলতি বছরের জুন সিরিজের মূল্যায়ন করা হয়। ১১ আগস্ট বিশ্বব্যাপী এই মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। এতে ১৩৯টি দেশের প্রায় ৪ হাজার স্কুলের ৯ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেড দেওয়া হয়। কিন্তু তাতে বিশ্বের বিভিন্ন দেশের মতাে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীর ফল আগের সিরিজের চেয়ে খারাপ হয়। কারও কারও আবার আগের চেয়ে ভালাে গ্রেড এসেছে।

এর আগে কেমব্রিজ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী শিক্ষকদের ভবিষ্যদ্বাণী করা ফলাফল জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল এবং তারপরে এটি চূড়ান্ত গ্রেড গণনা করে। শিক্ষকরা পূর্বাভাস প্রাপ্ত গ্রেড এবং পূর্ববর্তী একাডেমিক রেকর্ডের ভিত্তিতে ফলাফল জমা দেন।

এই বিষয়ে দ্যা নিউ স্কুল ঢাকার অধ্যক্ষ সবুজ আহমেদ বলেছেন, কেমব্রিজ ইন্টারন্যাশনালের সফটওয়্যার ত্রুটি করেছে। বাংলাদেশের শিক্ষকরাও গ্রেড গণনায় বড় ভুল করেছিলেন। কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলগুলোর কাছ থেকে পূর্ববর্তী ও সামগ্রিক ফলাফলের জন্য বলেছিল। বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের আগের ব্যাচের ফলাফলের জন্য দায়ী করা উচিত নয়। অনেক স্কুল ফলাফলের শীটগুলোর নির্দেশাবলী বুঝতে পারেনি।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0032479763031006