ত্রাণের টাকা বিতরণ করতে ভুলে গেছে শিক্ষা মন্ত্রণালয়! - দৈনিকশিক্ষা

ত্রাণের টাকা বিতরণ করতে ভুলে গেছে শিক্ষা মন্ত্রণালয়!

সাব্বির নেওয়াজ |

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণের জন্য ত্রাণের অনুদান হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ছয় লাখ ৯১ হাজার ৪০৫ টাকা ৮০ পয়সা তুলেছিল শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের অক্টোবরে এ টাকা তোলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ১৫৭টি চেক, পে-অর্ডার ও ডিডির মাধ্যমে গ্রহণ করা হয় এ টাকা। তার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথা ছিল মন্ত্রণালয়ের। তবে গত ১১ মাসেও এ অর্থ জমা দেওয়া হয়নি। আবার রোহিঙ্গাদের মধ্যে বিতরণও করা হয়নি। দীর্ঘদিনেও বিতরণ না করায় বেশিরভাগ চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সম্প্রতি বিষয়টি নজরে এলে সংশ্নিষ্টদের টনক নড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট শাখার কর্মকর্তাদের খামখেয়ালিপনার কারণেই ত্রাণ বাবদ উত্তোলিত অর্থ যথাসময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়নি। চেকগুলোর মেয়াদ উত্তীর্ণের পর গত ৫ আগস্ট তড়িঘড়ি করে চেক, পে-অর্ডার ও ডিডিগুলো হালনাগাদ করতে পুরনো চেকগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রতিকল্প) মো. শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে মাউশি মহাপরিচালককে নির্দেশ দিয়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পে-অর্ডার/ ডিডি/ চেক হালনাগাদ করে 'প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল'-এর নামে ইস্যু করে ৮ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ের হিসাব শাখায় পাঠাতে হবে।

বিষয়টি স্বীকার করে সিনিয়র সহকারী সচিব (প্রতিকল্প) মো. শামসুল আলম ২০ আগস্ট বলেন, তারা চেকগুলো হালনাগাদ করে দিতে মাউশিকে বলেছেন। মাউশি থেকে হালনাগাদ চেক পেয়েছেন তারা। দু-একটি হয়তো বাকি আছে। কোরবানির ঈদের পর এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দেবেন তারা। 'এত দিন দেরি হলো কেন'- জানতে চাইলে তিনি বলেন, 'এটি শিক্ষামন্ত্রীর হাত দিয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে বলে তারা চেয়েছেন। এ জন্যই হয়তো একটু সময় লাগছে।' এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।

এ টাকার বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান বলেন, 'মন্ত্রণালয় চেকগুলো নগদায়ন করে দিতে বলেছিল। আমরা পুরনো চেক ফেরত দিয়ে তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হালনাগাদ করে এনে দিয়েছি।' তিনি বলেন, 'যেসব শিক্ষা প্রতিষ্ঠান ডিডি জমা দিয়েছিল, সেগুলো আর নগদায়ন করা লাগেনি। কারণ, এগুলোর কোনো নির্দিষ্ট তারিখ থাকে না। যে কোনো সময় ভাঙানো যায়।'

 

সৌজন্যে: সমকাল

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032570362091064