দুর্নীতির অভিযোগ তদন্তে মদন সরকারি ডিগ্রি কলেজে পরিদর্শন দল - দৈনিকশিক্ষা

দুর্নীতির অভিযোগ তদন্তে মদন সরকারি ডিগ্রি কলেজে পরিদর্শন দল

মদন (নেত্রকোনা) প্রতিনিধি |

মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রভাষকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকসহ তিন সদস্যের তদন্ত দল মঙ্গলবার কলেজ পরিদর্শন করে তদন্ত কাজ পরিচালনা করেছে।

২০১৯ খ্রিষ্টাব্দের ২৯ জুলাই ওই কলেজের অধ্যক্ষ ও কয়েকজন প্রভাষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে জসীম উদ্দিনসহ কয়েকজন শিক্ষা সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এতে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, কর্মস্থলে অনুপস্থিত থেকে দু'জন প্রভাষকের বেতন-ভাতা উত্তোলন, ইংরেজি প্রভাষক আজিজুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ ও জাল সর্টিফিকেটে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আজহারুল হকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল মঙ্গলবার কলেজে উপস্থিত হয়ে তদন্ত কাজ পরিচালনা করে। এ সময় তদন্ত দল অভিযোগকারীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্নিষ্ট অধ্যক্ষ-প্রভাষকদের পৃথক সাক্ষাৎকার গ্রহণ করে।

এ বিষয়ে তদন্ত দলের প্রধান ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আজহারুল হক বলেন, একটি কলেজের অধ্যক্ষ ও প্রভাষকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠা খুবই দুঃখজনক। মাউশির মহাপরিচালকের নির্দেশে আমরা তদন্ত করার জন্য এখানে এসে অভিযোগকারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি এবং অভিযোগের বিষয়ে তাদের লিখিত মতামত নিয়েছি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তাদের বক্তব্যও নিয়েছি। তিনি আরও জানান, তদন্ত রিপোর্ট দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

মদন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বলেন, উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত দলের কাছে লিখিত জবাব দিয়েছি।

অভিযোগকারীদের পক্ষে জসীম উদ্দিন বলেন, তদন্ত দলের কাছে লিখিত জবাব দিয়েছি। আমি এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ন্যায়বিচার চাই।

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035250186920166