দুর্নীতির দায়ে অধ্যক্ষ বরখাস্ত - দৈনিকশিক্ষা

দুর্নীতির দায়ে অধ্যক্ষ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক |

দুর্নীতি, কোচিং বাণিজ্য, আর্থিক অনিয়ম, প্রশাসনিক কাজে অদক্ষতা, নিয়মিত অনুপস্থিতি এবং স্বেচ্ছাচারিতার দায়ে কুষ্টিয়ার হোসনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। 

জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খাল ও আপিল)বিধিমালা ১৯৮৫ এর ১১(১) বিধি অনুযায়ী দুর্নীতি, কোচিং বাণিজ্য, অর্থিক অনিয়ম, প্রশাসনিক কাজে অদক্ষতা, নিয়মিত অনুপস্থিতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মো. মোশারফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর বিধি ৩(বি) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ডি) অনুযায়ী দুর্নীতির অভিযোগে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তৈরি করে অধ্যক্ষকে পাঠানো হয়েছিলো। এর প্রেক্ষিতে তিনি লিখিত জবাব দাখিল করেন। ২০১৭ খ্রিস্টাব্দের ২৪ এপ্রিল তার ব্যক্তিগত শুনানি নেয়া হয়। শুনানির জবাব সন্তোষজনক না হওয়ায়  কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব এসএম মাহাবুবুর রহমানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছিলো শিক্ষা মন্ত্রণালয়।  

এ সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন তৈরি করেন। তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর বিধি ৭(৬) অনুযায়ী গুরুদণ্ডের আওতায় অধ্যক্ষ মো. মোশারফ হোসেনকে ‘কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না’ মর্মে কারণ দর্শোনোর নোটিস পাঠানো হয়। তিনি গত ১৮ জুন ২য় দফায় নোটিসের লিখিত জবাব দেন। কিন্তু এর মধ্যে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ জারি করা হয়। তাই নতুন বিধিমালার বিধি ২৮ (খ) অনুযায়ী অধ্যক্ষ মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে চলমান মামলা নিষ্পত্তির কার্যক্রম শুরু করা হয়। 

বিভাগীয় মামলার ধারাবাহিক কার্যক্রমের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী গুরুদণ্ডের আওতায় মো. মোশারফ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের বিষয়ে মতামত চেয়ে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চিঠি পাঠানো হলে পিএসসি তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তের সাথে একমত পোষন করে। 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত এবং তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল)বিধিমালা ২০১৮ এর ৪(৩)(ঘ) গুরুদণ্ডের আওতায় ১৮ অক্টোবর থেকে কুষ্টিয়ার হোসনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেনকে গত ১৮ অক্টোবর চাকরি থেকে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0068948268890381