নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি | এমপিও নিউজ

নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি

বেসরকারি কলেজের নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভু্ক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় না হলে আগামী ১২ই মার্চ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূলফটকে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

বেসরকারি কলেজের নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভু্ক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় না হলে আগামী ১২ই মার্চ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূলফটকে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এসময় শিক্ষক নেতারা বলেন, বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকার শিক্ষার জন্য অনেক পরিকল্পনা করেছে। কিন্তু সামান্য ৫ হাজার ৫০০ শিক্ষকের এমপিওভুক্তির দাবি মেনে নিচ্ছে না।  

ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, আমরা দীর্ঘ ৩০ বছর ধরে নানা ধরনের অহিংস আন্দোলন করার পরও আমাদের দাবি মেনে নেয়া হয়নি। আমরা এনটিআরসিএ থেকে সনদধারী। একই প্রতিষ্ঠানে কেউ সরকারি বেতন ভাতা পাবে। একই যোগ্যতা নিয়ে আরেক শিক্ষক অনাহারে দিন কাটাবে এটা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, আমরা আগে যে স্বল্প বেতন পেতাম সেটাও বন্ধ হয়েছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীও কমে গেছে। যার ফলে আমরা সেই বেতনটুকুও পাচ্ছি না।

এই শিক্ষকদের এমপিওভুক্ত করা না হলে তারা কোথায় যাবেন? আমরা সামান্য ৫ হাজার ৫০০ শিক্ষক। আমাদের এমপিওভুক্ত করতে বছরে মাত্র ১৪৪ কোটি টাকা ব্যয় করলেই বেঁচে থাকার পথ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমাদের মানবিক দিক থেকে বিবেচনা করুন। আমরা পরিবার নিয়ে আর চলতে পারছি না।