নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ - Dainikshiksha

নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক |

মার্ক হেনরি ট্রেন্ট বোল্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে থাকা ধুকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয়েছে ২৪৪ রানে। হেনরি চারটি বোল্ড দুই উইকেট দখল করেন। শেষ দিকে কেবল সাইফুদ্দিন চেষ্ঠা করেছেন। যোগ্য সহায়তার অভাবে আড়াইশ রানও করতে পারেনি টাইগাররা। দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ৬৪ ও সাইফুদ্দিন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া তামিম ২৪, সৌম্য ২৫, মুশফিক ১৯ও মিঠুন ২৬ রান করেন।

সাকিব মুশফিকের বিদায়ের পর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ভালোই ব্যাট করছিলেন মোহাম্মদ মিঠুন। এ দু’জনের ব্যাট চড়ে যখনই বড় স্কোরের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, তখনই আঘাত হানেন মার্ক হেনরি।

২৬ রান করা মিঠুনকে গ্রান্ডহোমের ক্যাচে পরিনত করেন এই পেসার। ১৭৯ রানে মিঠুনের বিদায়ে আবরো ধাক্কা বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ১৮১ রান সংগ্রহ করেছে টাইগাররা। মাহমুদুল্লাহ ১১ রানে মোসাদ্দেক ১ রানে ব্যাট করছেন। 
শুরুর ধাক্কা সামলে দারুন ব্যাট করছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। হঠাৎ করে রান আউটে কাটা পরেন মুশফিকুর রহীম। দলীয় ১৫১ রানে ব্যক্তিগত ৬৪ রানে ফেরেন সাকিব আল হাসানও। ৬৮ বলে ৬৪ রানের ইংনিস খেলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৭৫ রানের ঝকঝকে ইংনিস খেলেছিলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ের পর মোহাম্মদ মিঠুনের সঙ্গে জুটি বাধেন মাহামুদুল্লাহ রিয়াদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে ১৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিঠুন ১২ রানে মাহামুদুল্লাহ ২ রানে ব্যাট করছেন।
তামিম সৌমের বিদায়ের পর ইংনিস গড়ার দায়িত্ব নিয়েছেন দলের দুই অভিজ্ঞ কান্ডারি মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে দ্রুত ৫০ রানের জুটি গড়েন এরা। কিন্তু হঠাৎ করে ভুল বোজাবুঝিতে রানআউটে কাটা পরেন মুশফিকু রহীম। ১১০ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবারো বিপদে পরে বাংলাদেশ। আগের ম্যাচে ৭৮ রান করা মুশফিক ফেরেন ১৯ রানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ৪৩ রানে মিঠুন ২ রানে ব্যাট করছেন।  তিন উইকেটে ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২০।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ সাবধানী ব্যাটিং করেছিলেন তামিম ইকবাল ও  সৌম্য সরকার। দুই কিউই পেসার ট্রেন্ট বোর্ড ও মার্ক হেনরিকে দেখে শুনে আট ওভারে স্কোর বোর্ডে ৪৫ রান জমাও করেছিলেন। শুরুর কঠিন সময় পার করার পর ফেরেন  সৌম্য সরকার। ম্যাট হেনরিকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে হলেন বোল্ড।  
হেনরির আগের ওভারে অফ দিয়ে দুটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন সৌম্য। পরের ওভারে লক্ষ্য করেছিলেন লেগ সাইড। ক্রস ব্যাটে খেলতে গিয়ে ঠিক মতো পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৪৫ রানের উদ্বোধনী জুটি। নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে বড় একটা ধাক্কা দিলেন লকি ফার্গুসন। তামিম ইকবালকে শর্ট বলে ফিরিয়ে দিলেন গতিময় এই পেসার। ২৫ বলে তিন চারে ২৫ রান করেন সৌম্য। ৩৮ বলে ২৪ রান করেছেন তামিম। 
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলদেশ। এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন মাশরাফিরা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
এর আগে ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২১ রানে জয় লাভ করে বাংলাদেশ। ইংল্যান্ডের ওভালেই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। এদিকে চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে নিউজিল্যান্ডও। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে দুই দলই মাঠে নেমেছে আজ।
একাদশ :
বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট। 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0061309337615967