নিরাপদে লেখাপড়ার সুযোগের দাবি যবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর - Dainikshiksha

নিরাপদে লেখাপড়ার সুযোগের দাবি যবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর

যবিপ্রবি প্রতিনিধি |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। রায়ের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীদের নিরাপদে লেখাপড়ার সুযোগের দাবিতে বুধবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে।

লিখিত বক্তব্য পাঠ করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন।

তিনি দাবি করেন, চলতি বছরের শুরুতে যবিপ্রবিতে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সুনির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন। এই আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করে।

হুমায়রা আজমিরা এরিন বলেন, গত ১৪ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের এই বহিষ্কারাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের দেয়া বহিষ্কারাদেশ স্থগিতের কপিসহ আবেদন করলেও বুধবার বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হারুণ অর রশিদকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে আমরা ক্যাম্পাসে অবস্থান ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া নিয়ে সংশয়ে আছি। কারণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন পরিকল্পিতভাবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছিলেন। তাই এই ভিসি স্যার দায়িত্বে থাকাকালীন আমরা ক্যাম্পাসে গেলে বড় ধরনের ক্ষতির আশংকা করছি। আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে আমাদের শিক্ষাজীবন শেষ করতে চাই। এই বিষয়ে জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হারুণ অর রশিদ, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষাথী রোকনুজ্জামান ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষাথী মোতাসিন বিল্লাহ।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0030701160430908