পানির নিচ থেকে কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার - দৈনিকশিক্ষা

পানির নিচ থেকে কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহীতে পানির নিচ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর আবু রায়হান (২০) নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ।

নিহত কলেজছাত্র আবু রায়হান বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড গ্রামের আবদুল মতিনের ছেলে ও বরেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে আবু রায়হান তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাগমারার মাড়িয়া মোড় থেকে দামনাশের দিকে যাচ্ছিলেন। গোবিন্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন যাত্রী সড়কে ও আশপাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার পাশের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। কিন্তু মোটরসাইকেলে থাকা আবু রায়হানের খোঁজ মিলছিল না। পরে তাঁর সহযাত্রীর জ্ঞান ফিরলে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে পানির নিচ থেকে আবু রায়হানকে উদ্ধার করে কেশরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আবু রায়হান রাজশাহী শহরে থাকতেন। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন। বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারালেন। আহত সবাই একই উপজেলার বাসিন্দা ও বয়সে তরুণ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় নিহত কলেজছাত্রের লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0064921379089355