পৌনে দুই ঘণ্টা অবরুদ্ধ কুয়েটের সহকারী রেজিস্ট্রার - দৈনিকশিক্ষা

পৌনে দুই ঘণ্টা অবরুদ্ধ কুয়েটের সহকারী রেজিস্ট্রার

খুলনা প্রতিনিধি |

কক্ষ বরাদ্দ নিয়ে বিতর্কের পর রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলন পৌনে ২ ঘণ্টা নিজ কক্ষে অবরুদ্ধ ছিলেন। কুয়েটের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা তাকে কক্ষের মধ্যে অবরুদ্ধ করেন।

এ বিষয়ে সহকারী রেজিস্ট্রার জানান, তাকে বরাদ্দ দেওয়া কক্ষটি পেতে তৎপর ছিলেন সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা। তিনি কক্ষটি বরাদ্দ না পেয়ে রবিবার সকালে কক্ষে এসে তাকে বের হতে বলেন। কিন্তু তিনি বের না হওয়ায় সকাল সোয়া ৯টার দিকে দোলা তাকে কক্ষে রেখেই বাইরে থেকে ছিটকিনি দেন। এতে তিনি নিজ কক্ষেই অবরুদ্ধ হন। বেলা ১১টার দিকে তাকে রেজিস্ট্রার কার্যালয় থেকে মুক্ত করা হয়। 

সেকশন অফিসার জানান, সদ্য বিদায়ী উপাচার্যের সিদ্ধান্ত ছিল তাকে ওই কক্ষটি দেওয়ার। কিন্তু তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় কক্ষটি নিতে পারেননি। এ অবস্থায় তার জন্য বরাদ্দ হওয়া কক্ষটি সহকারী রেজিস্ট্রারকে দেওয়া হয়। 

তিনি বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর মাকে নিয়ে চিকিৎসার জন্য ভারত যাই। শুক্রবার ফিরে আসি। রবিবার সকালে অফিসে গিয়ে দেখি ওই কক্ষে সহকারী রেজিস্ট্রার দোলন কাকু বসা। তাকে কক্ষ থেকে বের হতে বলি। উদ্দেশ্য ছিল, তাকে নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা। কিন্তু তিনি বের না হওয়ায় আমি রেগে তাকে কক্ষে রেখেই বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিই। তিনি সেখানে ১০-১৫ মিনিট ওইভাবে ছিলেন।’

কুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা বিব্রত। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রশাসনিকভাবে কী করা যায় সেটা দেখছি। ঘটনাটি শোনার পর উপাচার্যের নির্দেশনা পেয়ে রেজিস্ট্রার কার্যালয়ের একজন স্টাফ বেলা ১১টার দিকে সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলনের কক্ষের ছিটকিনি খুলে দেন।’

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0053601264953613