প্রথম দিনেই শীর্ষ দুই কর্মকর্তাকে অপসারণ করলেন মেয়র তাপস - দৈনিকশিক্ষা

প্রথম দিনেই শীর্ষ দুই কর্মকর্তাকে অপসারণ করলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক |

দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই শীর্ষ দুই কর্মকর্তাকে অপসারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার মেয়র দু'জনের অপসারণ আদেশে স্বাক্ষর করেন। এ দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান। ডিএসসিসির সচিব মো. আকরামুজ্জামান গতকালই তাদের অপসারণ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। অপসারণের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রতিষ্ঠানের স্বার্থে যে কাউকে কোনো কারণ ছাড়াই অপসারণ করার ক্ষমতা মেয়রের রয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সচিব মো. আকরামুজ্জামান জানান, তাদের দু'জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন অনুযায়ী করপোরেশন যদি মনে করে, কাউকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, গত ১৬ মে শনিবার দায়িত্ব নিলেও ওই দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। দায়িত্ব নেওয়ার পর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন। গতকাল রোববার ছিল তার প্রথম কর্মদিবস। সেই প্রথম কর্মদিবসেই দুই প্রভাবশালী কর্মকর্তার অপসারণের মধ্য দিয়ে তারই আঁচ পাওয়া গেল। অপসারণকৃত ওই দুই কর্মকর্তার বিরদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঘনিষ্ঠ হিসেবেও সমালোচিত ছিলেন তারা।

অপসারণ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, তিনি অফিস শেষে বাসায় ফেরার পর ইফতারের আগে একজনের ফোনে বিষয়টি জানতে পারেন। তবে যতদিন তিনি সিটি করপোরেশনে চাকরি করেছেন, ততদিন সততার সঙ্গে সর্বোচ্চ শ্রম ও মেধা তিনি দিয়েছেন। নগরবাসীর সুবিধার জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন। তিনি জানান, সরকার ও সিটি করপোরেশনের আইনে কারও চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে তাকে অব্যাহিত দেওয়ার বিধান আছে। নতুন মেয়র আইন সম্পর্কে ভালো জানেন। হয়তো এ বিধানের বলেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ইউসুফ আলী সরদার জানান, এ ধরনের কোনো বিষয় তিনি জানেন না।

মেয়রের নির্দেশনা : সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করা হবে না। যত বড় কর্মকর্তাই হোন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন রোববার নগরভবনে ডিএসসিসির বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে নগরভবনে গিয়েই হানিফ মিলনায়তনে বৈঠকে বসেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক করপোরেশনের কার্যাবলি তুলে ধরে বক্তব্য দেন।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0072422027587891