প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন জবি শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধর করা র‌্যাব সদস্যদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করা শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। র‌্যাব-১০ এর দোষী সদস্যরা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন– বিশ্ব‌বিদ্যালয়ের প্রক্টর ড.‌ মোস্তফা কামাল এমন আশ্বাস দেয়ার পর অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে দোষী র‌্যাব সদস্যদের বিচার দাবিতে র‌োববার সকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে অবস্থান নেয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের অবৈধ লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ করে।

শিক্ষার্থীরা জানান, র‌্যাবের হামলার বিচার অতিদ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

প্রক্টর মোস্তফা কামাল বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে র‍্যাব-১০ এর সংবাদ সম্মেলন হবে। সেখানে এ বিষয়ে কথা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেয়র উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এসময় শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক র‌্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করে। এতে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, জবি উপাচার্য র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে কথা বলেছেন। র‌্যাব মহাপরিচালক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যদি বিচার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।

আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0058281421661377