প্রাইভেটকার, পিকআপে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব - দৈনিকশিক্ষা

প্রাইভেটকার, পিকআপে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

নরসিংদী প্রতিনিধি |

করোনা মোকাবিলায় সরকারি সিদ্ধান্তে যাত্রীবাহীবাস বা গণপরিবহন বন্ধ থাকায় মহাসড়ক দখলে নিয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকাআপ ভ্যান আর সিএনজি চালিত থ্রি-হুইলার। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়াসহ চলাচলে বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব যানবাহন।

রাস্তায় গণপরিবহন না থাকায় নরসিংদীর বিভিন্ন স্ট্যান্ড থেকে কয়েকজন মিলে ভাড়া করে প্রাইভেটকার বা মাইক্রোবাস। এছাড়া মাধবদী, গাউছিয়া, শেখেরচর, ইটাখোলা, মনোহরদী, ভৈরব, শিবপুর বা আশেপাশের এলাকায় যাওয়ার প্রয়োজন হলে স্ট্যান্ডে গিয়ে কয়েকজন যাত্রী মিলে ভাড়া করেন সিএনজি। অবশ্য মহসড়কে সিএনজি স্থায়ীভাবে নিষিদ্ধ থাকলেও এই সময়ে চলছে অবাধে।

নরসিংদী শহরে সিএনজির কোনো স্ট্যান্ড না থাকলেও আশেপাশে ওঁৎ পেতে বসে থাকে সিএনজি চালকরা। ইশারা দিলেই তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে য়ায়। এভাবে তারা আজ দখলে নিয়েছে মহাসড়ক।

নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে সোমবার বিকেলে দেখা যায়, আগেকার সময়ের তুলনায় এখন রাস্তায় প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও গ্যাসচালিত সিএনজির যাতায়াত বেড়েছে। ফলে রাস্তা পারাপারই যেন মুশকিল হয়ে পড়েছে। আবার মাঝে মাঝে দেখা যায় ২০ থেকে ২৫ জনের লোকবোঝাই পিকআপ ভ্যানের যাতায়াতও। কোনো কোনো পুলিশ কর্মকর্তার সামনে পড়লে আবার দু-একটি পিকআপ ভ্যান থেকে লোকজনকে নামিয়েও দেয়া হচ্ছে। ফলে যাত্রীরা হেটে একটু দূরে গিয়ে আবার সেই পিকআপ ভ্যানেই চড়ছে।

এই অবস্থায় ভেলানগর প্রাইভেটকার স্ট্যান্ড গিয়ে কয়েকজন চালকের সাথে কথা বলে জানা গেছে, এখন বিকাল বেলা দু-চারটি গাড়ি ছাড়া সবকিছুই রাস্তায় চলাচল করছে। ভাড়া আগের তুলনায় কিছুটা বেশি। কারণ এই সময়ে রাস্তায় কোনো গণপরিবহন না থাকায় এসব ব্যক্তি মালিকানীন গাড়ির উপড় চাপ পড়েছে বেশি।

এছাড়া রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স দিয়ে অতিরিক্ত ভাড়ার মাধ্যমে সাধারণ জনগণকে যাতায়াত করতে দেখা গেছে। আবার এই অ্যাম্বুলেন্সগুলো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ডেকে ডেকে ভাড়া চুক্তির মাধ্যমে যাত্রী পরিবহনেরও অভিযোগ রয়েছে একাধিক।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন জানান, নভেল ১৯ করোনা ভাইরাসটি হাঁচি, কাশি বা থুথুর মাধ্যমে ছড়িয়ে থাকে। তার জন্য সরকার গণপরিবহণ নিষিদ্ধ করেছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা না মানলে হয়তো কেউ আক্রান্ত হতেও পারে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে একটি গাড়িতে একাধিক লোক যাতায়াত ঠিক নয়।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0065338611602783