ফরম পূরণে বাড়তি টাকা নেয়ার অভিযোগ - Dainikshiksha

ফরম পূরণে বাড়তি টাকা নেয়ার অভিযোগ

বাউফল প্রতিনিধি |

বাউফলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার বিদ্যালয়গুলো এভাবে অতিরিক্ত অর্থ নেয়ায় অনেকটা মুখ বুঝে সহ্য করতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। জানা গেছে, চলতি বছরে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নিয়মিত শিক্ষার্থীদের জন্য মানবিক ও ব্যবসাশিক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি সহ সর্বোচ্চ ১হাজার ৬শ’৩০, বিজ্ঞান বিভাগে ১হাজার ৭শ’২০ টাকা । অনিয়মিত শিক্ষার্থীদের জন্য আরও ১শ’ টাকা করে বেশি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া উল্লেখিত ফি ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ২৫টাকা নেয়ার নিয়ম থাকলেও উপজেলার অধিকাংশ হাইস্কুল সরকারের সেই নিয়মকে উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা থেকে ৪ হাজার টাকা করে আদায় করছেন।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোর্ড ফি, কোচিং ফি, সেন্টার ফি নামে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নিলেও কিছু কিছু বিদ্যালয় শিক্ষার্থীদের কোন প্রকার কোচিং করানো হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক বাউফল উচ্চ বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের এক শিক্ষার্থীর হতদরিদ্র অভিভাবক বলেন, মেয়েকে বিদ্যালয়ের স্যারেরা ৩ হাজার ৭শ’ ৫০ টাকা নিয়ে ফরম পূরণ করতে বলেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে ৩ হাজার ৬শ’ ৫০ টাকা করে। কিন্তু গ্রামাঞ্চলে এখন অভাব-অনটনের দিন, এ সময় এত টাকা দিয়ে সন্তানের পরীক্ষার ফরম পূরণ করা এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।

অভিযোগ রয়েছে, টাকা আদায়ের সময় রশিদ দেয়ার নিয়ম থাকলেও কোন বিদ্যালয়ই রসিদ দিচ্ছে না। বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান বলেন, সরকারের নির্ধারিত ফির চেয়ে যদি কোন প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নেয়, তার দায়ভার সমিতি নেবে না। তবে কোন শিক্ষার্থীর যদি বেতন বকেয়া থাকে তা আদায় করতে পারবে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল হক বলেন, কোন বিদ্যালয়ের বিরুদ্ধে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের সুপারিশ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, আমরা প্রতিটা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের নির্দেশ দিয়েছি র্বোড নির্ধারিত ফি’র চেয়ে কোন অতিরিক্ত টাকা নেয়া যাবে না।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.03056001663208