বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে শপথ নেয়ার আহবান শিক্ষামন্ত্রীর - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে শপথ নেয়ার আহবান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে তাঁর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর এ আদর্শ ও চেতনা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ ও বাস্তবায়ন করতে পারি, তাহলে তাঁকে যারা হত্যা করেছে তাদের প্রতি প্রকৃত প্রতিশোধ গ্রহণ করা হবে। আর জাতীয় শোক দিবসে এটাই হোক আমাদের সবচেয়ে বড় শপথ।

 ১৫ আগস্ট ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, অতিরিক্ত সচিব এফ এম এনামুল হক, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার শত্রু ও ষড়যন্ত্রকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর নাম ও নিশানা ইতিহাস থেকে মুছে ফেলতে এবং ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল।

কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ আজও অম্লান আছে এবং চিরকাল থাকবে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের পরাজিত শত্রুরা জাতির পিতাকে সপরিবারে হত্যা করলেও বাংলার মাটি থেকে তাঁর আদর্শ ও চেতনা মুছে দিতে পারেনি। বঙ্গবন্ধুর সে অসাম্প্রদায়িক চেতনা চির অমলিন হয়ে আছে এবং থাকবে।

নাহিদ বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণ ও নিপীড়নমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। সেই সোনার বাংলা গড়তে তিনি সোনার মানুষ তৈরির কথা বলে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সোনার মানুষ গড়তে শিক্ষাকেই অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন।

ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032169818878174