বালু ব্যবসায়ীদের দখলে স্কুল মাঠ - দৈনিকশিক্ষা

বালু ব্যবসায়ীদের দখলে স্কুল মাঠ

নেত্রকোনা প্রতিনিধি |

নেত্রকোনার দুর্গাপুরে বালু ব্যবসায়ীদের দখলে বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের মাঠ। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদীর ঘাট থেকে ট্রাকে বালু আনা-নেয়ার কাজে ব্যবহার হচেছ মাঠটি। এতে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। কিন্তু কিছু বলতে পারছে না স্কুল কর্তৃপক্ষ।   

বছরখানেক আগে নিজেদের জায়গা দাবিসহ মাঠের ওপর দিয়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। তখন মাঠটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। যানবাহন চলাচল বন্ধের দাবিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্প্রতি মানববন্ধনও করেছে। 

নেত্রকোনার বালু ব্যবসায়ীদের দখলে বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের মাঠ। ছবি সংগৃহীত

সম্প্রতি দেখা যায়, দুই বছর ধরে বালুবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের ৩০০ থেকে ৪০০ যানবাহন চলাচল করছে স্কুলমাঠটির ওপর দিয়ে। শুধু তাই নয়, ট্রাকপ্রতি ২৫০ টাকা চাঁদা আদায় করছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি)।

অথচ খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর ৫ নম্বর ধারায় বলা আছে, অন্য কোনো কাজে ব্যবহারের জন্য খেলার মাঠ ভাড়া, ইজারা বা হস্তান্তর করা যাবে না। এ আইন লঙ্ঘনে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

স্কুলটির প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, ‘খেলার মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। এ নিয়ে নেত্রকোনা জজ আদালতে মামলাও চলছে। তবে চাঁদাবাজি, অবৈধ যান চলাচলের বিষয়ে আমি প্রতিবাদ করতে পারব না।’

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমরেন্দ্র রিছিল বলেন, ‘আমরা অনেকাংশে জিম্মি হয়ে গেছি। আমাদের দুর্বলতার কারণেই সুযোগ নিচ্ছে নানা মহল।’ 

অন্যদিকে চাঁদা আদায়ের বিষয়টি এড়িয়ে গিয়ে জিবিসি সভাপতি শৈবাল সাংমা বলেন, ‘মাঠের জায়গা জিবিসির নামে আছে। মাঠকে কেন্দ্র করে মামলাও চলছে। এর বেশি আর কিছু বলতে পারব না।’

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0069279670715332