বিদেশি শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর - দৈনিকশিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

দৈনিকশিক্ষা ডেস্ক |

শিক্ষার্থীসহ আন্তর্জাতিক ভ্রমণকারীদের অস্ট্রেলিয়া থেকে তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতীয় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়ায় যাঁরা বিভিন্ন অস্থায়ী ভিসার অধীনে আছেন এবং খরচ নির্বাহের সামর্থ্য নেই, তাঁদের বিকল্প হচ্ছে নিজ দেশে ফিরে যাওয়া। বললেন দেশটির প্রধানমন্ত্রী। শুক্রবার (৩ এপ্রিল) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন কাউসার খান।

প্রতিবেদনে আরও জানা যায়, স্কট মরিসন আরও বলেন, অস্ট্রেলিয়াকে অবশ্যই তাদের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ওপর নজর দেয়া উচিত, যাতে তাঁদের সর্বাধিক অর্থনৈতিক সমর্থন নিশ্চিত করা যায়। ফলে এটা স্পষ্ট, অস্ট্রেলিয়ায় বর্তমানে ৫ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং আরও প্রায় ১০ লাখের বেশি অস্থায়ী ভিসাধারীর কেউই অস্ট্রেলিয়ার সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন না।

এক পরিসংখ্যান বলছে, ভ্রমণ অস্থায়ী ভিসায় ব্যাকপ্যাকাররা যে শেয়ারহাউস ও ভূগর্ভস্থ হোস্টেলগুলোতে থাকেন, সেগুলো অধিক জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। কিন্তু অস্ট্রেলিয়া সরকার অপরিহার্য নয় এমন পরিষেবা বন্ধ করলেও বিদেশিদের থাকার এ স্থানগুলো আপাতত বন্ধ করতে পারছে না।

অস্ট্রেলিয়ায় বর্তমানে ৫ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সব মিলিয়ে প্রায় ১০ লাখের বেশি অস্থায়ী ভিসাধারী রয়েছেন, যাঁরা ইতিমধ্যে করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে কাজ্যুয়াল ও পার্টটাইম চাকরি হারিয়েছেন। তাঁরা এই দুর্যোগে ঘোষিত অস্ট্রেলিয়া সরকারের সামাজিক সুরক্ষা সুবিধাও পাবেন না। তা ছাড়া সীমিত বিমান চলাচলের কারণে নিজ দেশে ফিরে যাওয়ার পথও সংকীর্ণ হয়ে আছে। এ জন্য বিভিন্ন দেশের এই বিশাল সংখ্যক অস্থায়ী ভিসাধারীরা কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না। গণমাধ্যমে অনেকেই এ অভিযোগ করছেন। যদিও অস্ট্রেলিয়ায় আসা শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ নির্বাহের সামর্থ্য রয়েছে—এমন প্রমাণপত্র দেখানোর পরই ভিসা মঞ্জুর করা হয়।

অন্যদিকে এখানে পড়াশোনা করতে আসা বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীও কাজ হারিয়েছেন। কত দিন এ পরিস্থিতি চলে, তা নিয়ে অভিভাবকদের পাশাপাশি এখানকার সচেতন মহলও চিন্তিত। সীমিত আকারে হলেও সিডনিতে বাংলাদেশি কমিউনিটির কিছু মানুষ এই শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন বলে জানিয়েছেন অনেকে।

অস্ট্রেলিয়ার সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিতি
অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫০। ২৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত নিউ সাউথ ওয়েলস রাজ্যে। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৯। এ ছাড়া ভিক্টোরিয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৫, কুইন্সল্যান্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩, সাউথ অস্ট্রেলিয়ায় ৩৯৬, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৪২২, ক্যানবেরায় ৯১, তাসমানিয়ায় ৭৩ ও নর্দান টেরিটরিতে ২১ জন আক্রান্ত হয়েছেন। পুরো অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের শনাক্তকরণ পরীক্ষা হয়েছে ২ লাখ ৭৫ হাজার।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোনো বাংলাদেশির নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0034759044647217