বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তি - দৈনিকশিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তি

দৈনিক শিক্ষা ডেস্ক |

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে বৃত্তির সুযোগ দিচ্ছে। কমনওয়েলথের আওতাভুক্ত বিভিন্ন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পড়ালেখা করতে পারবেন। বৃত্তির অধীনে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাবে।

সম্প্রতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন ২০০ জনের বেশি শিক্ষার্থী। স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পঠিত একাধিক বিষয়ে।

তবে বৃত্তির আওতায় স্নাতক, পিএইচডি বা প্রাথমিক ইংরেজি শিক্ষা কোর্সের সুযোগ থাকবে না। বৃত্তির আওতার মধ্যে থাকবে একজন শিক্ষার্থীর লেখাপড়া, বিমান ভাড়া, শিক্ষা সফর ভাতা, গরম কাপড়ের সুবিধাসহ বিভিন্ন ভাতা। সাধারণত এক বছরের জন্য এই বৃত্তি দেওয়া হবে। ২০১৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে স্নাতকোত্তর কোর্স শুরু হবে। একই বছর আগস্টের মধ্যে প্রথম শ্রেণি পেয়ে স্নাতক অথবা উচ্চ নম্বর পেয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক অথবা কম নম্বর পেয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে উন্নত দেশে কাজ বা পড়ালেখার জন্য এক বছর বা এর বেশি সময় অবস্থান করেছেন, এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এ ছাড়া আবেদনকারীদের যুক্তরাজ্যের পড়ালেখার জন্য আর্থিকভাবে অসমর্থ হতে হবে। শিক্ষার্থীরা ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সিস্টেমের (ইএএস) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের শেষ সময় ভিন্ন। তবে সব বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ২০১৭ সালের ২৯ মার্চের আগে শেষ হবে।

ওয়েবসাইট:  http://bit.ly/2hLJnX8

 

থাইল্যান্ড সরকারের বৃত্তি

মাস্টার ইন এনার্জি, ডক্টরাল ইন এনার্জি, এমবিএ ইন এনার্জি বিজনেস, পিএইচডি ইন এনার্জি বিজনেস, ডিপ্লোমা ইন এনার্জি এবং সার্টিফিকেট ইন এনার্জি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাবৃত্তি। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), ব্যাংকক, থাইল্যান্ড। স্নাতক উত্তীর্ণ এবং আগামী জুন বা জুলাইয়ের মধ্যে যাদের স্নাতক সম্পন্ন হবে তারা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর যোগ্যতা অনুসারে স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় পড়াশোনার সম্পূর্ণ বা আংশিক খরচ বহন করবে কর্তৃপক্ষ। আবেদনের নিয়ম : goo.gl/aziddr লিংকের মাধ্যমে অথবা www.services.ait.ac.th/admissions ওয়েবসাইটে দেওয়া নিয়ম অনুযায়ী আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ ২০১৭।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0054290294647217