বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত শিক্ষার বিকল্প নেই : স্পিকার - দৈনিকশিক্ষা

বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত শিক্ষার বিকল্প নেই : স্পিকার

ঢাবি প্রতিনিধি |

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতামূলক উন্মুক্ত বিশ্ব অর্থনীতি ও বিশ্বায়নের এ যুগে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে (আইবিএ)  দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে শুধু বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেই নয়; বিশ্ব অর্থনৈতিক প্রতিযোগিতায়  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র গ্র্যাজুয়েশন-২০১৬ (সমাবর্তন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, আইবিএ বাংলাদেশে  ব্যবসা ও বাণিজ্যের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে এর অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। সম্ভাবনার সকল ক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে আইবিএকে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আইবিএ এমন একটি প্ল্যাটফরম এবং এখান থেকে ডিগ্রিধারীরা সমাজ পরিবর্তনের চেঞ্জ এজেন্ট। জনগণের চাওয়া পাওয়ার সাথে সমন্বয়ের  মাধ্যমে তাদের সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করতে হবে।

শিরীন শামরিন চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একাজে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ তরুণ সম্প্রদায়। তরুণ সমাজের এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে একটি গর্বিত জাতি হিসেবে বেঁচে থাকার অভিপ্রায়ে সকলকে একসাথে কাজ করতে হবে। স্পিকার বলেন, যারা স্বপ্ন দেখতে জানে স্বপ্নপূরণ তাদের পক্ষেই সম্ভব। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে তিনি দেশের জনগণের মধ্য থেকে সকল দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং সাধারণ জনগণের স্বপ্ন পূরণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এমবিএ প্রোগ্রামের চেয়ারপারসন মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইবিএ সমাবর্তনের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ভাইস চ্যান্সেলার অধ্যাপক ড. আ আ ম  স আরেফিন সিদ্দিক, আইবিএ’র পরিচালক প্রফেসর এ কে এম সাইফুল ইসলাম মজিদ, বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন ড. রিদওয়ানুল হক বক্তব্য রাখেন। এর আগে সমাবর্তনের গাউন পরে বিবিএ ২০তম, এমবিএ ৫০তম ও ৫১তম এবং ইএমবিএ ১৮তম, ১৯তম এবং ২০তম ব্যাচের ছাত্রছাত্রীরা সমাবর্তন হলে প্রবেশ করেন। অনুষ্ঠানে  ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েশন ডিক্লারেশন ও  পদক প্রদান করা হয়।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.004080057144165