বেরোবির উদ্ভট সিদ্ধান্ত! - দৈনিকশিক্ষা

বেরোবির উদ্ভট সিদ্ধান্ত!

বেরোবি প্রতিনিধি |

উদ্ভট এক সিদ্ধান্ত নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০১৭-২০১৮) শিক্ষার্থীদের উদ্বোধনী সমাবর্তনের আয়োজন করবে বিশ্ববিদ্যালেয় কর্তৃপক্ষ। আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে এ সমাবর্তন। মঙ্গলবার (২৩শে জানুয়ারি)) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর এক অফিস আদেশের মাধ্যমে সমাবর্তন আয়োজনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করেন।

বেরোবির ইতিহাসে এবারই প্রথম নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ‘উদ্বোধনী সমাবর্তন’ আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালক অধ্যাপক ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ারকে আহবায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানকে আয়োজক কমিটির সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, পরীক্ষা নিয়ন্ত্রক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচএম তারিকুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মোঃ রুহুল আমিন, মোঃ আতিউর রহমান, মুহাঃ শামসুজ্জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগ এর প্রভাষক মোঃ আবু সায়েদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, পিএস টু ভাইস-চ্যান্সেলর আমিনুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক, নিরাপত্তা কর্মকর্তা লোকমান হাকিম, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও পিএ টু ভিসি আবুল কালাম আজাদ।

আয়োজক কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এক সমন্বয় সভা করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১ম উদ্বোধনী সমাবর্তন উপলক্ষে জাতীয় ও স্থানীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, নতুন শিক্ষার্থীদের বরণ, অভিভাবক সমাবেশ, আলোচনা অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হবে । এছাড়াও প্রতি অনুষদ ও বিভাগের আলাদা পতাকা তৈরি করাসহ প্রতি শিক্ষার্থীর জন্য উদ্বোধনী সমাবর্তনের বিশেষ ক্যাপের ব্যবস্থা করা হবে। ওই দিনই দুপুর ২টা থেকে সকল বিভাগে উদ্বোধনী ক্লাস আরম্ভ হবে।

তবে, বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে অনেক সিনিয়র শিক্ষার্থী উদ্ভট সিদ্ধান্ত বলে মনে করছে।

ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0058741569519043