ভিকারুননিসা ও আইডিয়ালে অবৈধ ভর্তি ২শ’ শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

ভিকারুননিসা ও আইডিয়ালে অবৈধ ভর্তি ২শ’ শিক্ষার্থী

দৈনিকশিক্ষা ডেস্ক |

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ঘোষিত আসনের বাইরেও শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ভিকারুননিসায় মঙ্গল ও বুধবার দু’দিন প্রথম শ্রেণীতে ৯৬ ছাত্রী ভর্তি করা হয়েছে। আজও ওই ভর্তির কাজ চলতে পারে।

অপরদিকে আইডিয়ালে ৭ জানুয়ারি শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হয়। অথচ নিয়মিত ভর্তি কার্যক্রম ডিসেম্বরে শেষ হওয়ার পর উভয় প্রতিষ্ঠানে ১ জানুয়ারি ক্লাস শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুসারে শূন্য আসন সংখ্যা আগেই ঘোষণা দিয়ে তাতে লটারি করে একবারেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই নিয়ম অনুসারে উভয় প্রতিষ্ঠান গত ডিসেম্বরে প্রকাশ্য ভর্তি শেষ করেছে। কিন্তু এরপরও ‘গুপছি’ পদ্ধতিতে পরে আবারও ভর্তি করে। ভর্তিকৃতদের কোনো লটারি করা হয়নি। শূন্য আসন থেকে থাকলে সেটাও আগে প্রকাশ করা হয়নি। সেই হিসেবে এই ভর্তিকে অনেকেই ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করছেন।

জানা গেছে, প্রভাবশালীদের খুশি করার নামে এই ভর্তি করা হচ্ছে। তবে আড়ালে নানাভাবে সুবিধা নিয়ে এই ভর্তি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিধিবহির্ভূত এই ভর্তিতে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ, গভর্নিং বডির কয়েক সদস্য, স্থানীয় মস্তান এমনকি শিক্ষা বিভাগের কোনো কোনো ব্যক্তি ভাগ পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এই ভর্তিকে অবশ্য ‘অবৈধ’ বলতে নারাজ ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম। তিনি প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, কারও অনুরোধে যদি আমরা বাড়তি ভর্তি করি তবে তা অবৈধ ভর্তি বলে গণ্য হবে না। ভিকারুননিসা একটি সুনামধারী প্রতিষ্ঠান। অনেকেরই ভর্তির আগ্রহ থাকে এই প্রতিষ্ঠানে। আমাদের সীমাবদ্ধতা থাকায় অতিরিক্ত ভর্তি করতে পারছি না।

 আর আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, ‘গভর্নিং বডির নীতিমালা অনুসারেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ভর্তি আমি করিনি। তাই কতজন ভর্তি করা হয়েছে সেটা বলতে পারব না।’

এদিকে বুধবার ভিকারুননিসায় বাড়তি শিক্ষার্থী ভর্তির খবর পেয়ে দুপুরের দিকে প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তা। তারা প্রায় ৩ ঘণ্টা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিকারুননিসা স্কুলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই ভর্তি নিয়ে প্রশ্ন থাকায় গোপনে ভর্তির ফি গ্রহণের ব্যবস্থা করা হয়।

প্রতিষ্ঠানটির প্রভাতি শাখার এক সহকারী প্রধান শিক্ষকের কক্ষে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বসিয়ে অর্থ জমা নেয়া হয়। ‘ম’ আদ্যক্ষরের ওই শিক্ষক গত মাসে পদে বসেছেন।

 

সৌজন্যে: যুগান্তর

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030500888824463