মায়ের চিকিৎসা করাতে না পেরে বেরোবি শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস - দৈনিকশিক্ষা

মায়ের চিকিৎসা করাতে না পেরে বেরোবি শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস

বেরোবি প্রতিনিধি |

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মন্ডলের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে মাকে নিয়ে দেশের বাইরে যেতে পারছেন না এই শিক্ষক।

এ নিয়ে দুঃখ প্রকাশ করে সোমবার রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আসাদ মন্ডল। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘দুই মাসেও পেলাম না এনওসি।

চিকিৎসার জন্য মাকে বিদেশে নিয়ে যেতে পারছি না

সুহৃদ, আজ আমাকে বড় অসহায় মহে হচ্ছে।

অনেক দিন ধরে আমার মা খুবই অসুস্থ। ডাক্তার উচ্চতর চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। তাকে বিদেশে নিয়ে যেতে হলে আমার ভিসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন লেটার (এনওসি) প্রয়োজন হয়।

সে কারণে আমি গত ২১-০৮-২০১৯ তারিখে এনওসি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছি। এনওসি পেতে বিলম্ব হওয়ায় মাকে নিয়ে বিদেশ যেতে পারিনি।

আমার মা গত এক মাস যাবত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডায়াবেটিকসজনিত কারণে তার পায়ের ঘা ভালো হচ্ছে না।

ইতিমধ্যে পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তার ও পরিবারের ঘনিষ্টজনেরা।

উপায়হীন হয়ে গত ১৯-১০-১৯ তারিখে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অনুরোধ জানানো হয়। রেজিস্ট্রার তাকে জানান যে, আমার আবেদন নাকি তিনি পাননি।

এনওসির জন্য আবেদনের ঠিক দুই মাস পর আজ ২১-১০-২০১৯ তারিখে রেজিস্ট্রারের কাছে আমি স্বশরীরে গিয়ে রিকোয়েস্ট করি এবং আমার আবেদনের রিসিপ্ট কপি প্রদর্শন করে জানতে চাই ‘আমি কবে এনওসি পাবো’।

তখন রেজিস্ট্রার আমাকে বলেন, আপনার এনওসি কখন পাবেন তা আমি জানি না। আপনি ভাইস-চ্যান্সেলরের পিএস এর সাথে যোগাযোগ করেন।

আমি বিনয়ের সাথে তার কাছে জানতে চাইলাম কনসার্ন অথরিটি রেজিস্ট্রার হিসেবে আপনি নাকি ভাইস-চ্যান্সেলরের পিএস?

উল্লেখ্য, আমি উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দুই মাস পূর্বে অভিজ্ঞতা সনদ চেয়ে আবেদন করেছি। সেটি কবে পাবো তাও জানি না।

ফলে সকল যোগ্যতা থাকা সত্বেও আমি উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করতে পারছি না। ইতিমধ্যে কয়েকটি সুযোগ মিস করেছি।

হায়েরে প্রশাসন! বলতে ইচ্ছে করছে ‘কুত্তায় লেজ নারে নাকি লেজে কুত্তা নাড়ায়’।

পেলাম না এনওসি। পেলাম না অভিজ্ঞতার সনদ।

এনওসি ছাড়া ভিসা পাওয়ার কোনো প্রক্রিয়া কারো জানা থাকলে জানাবেন প্লিজ…’।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0037691593170166