শিক্ষাব্যবস্থা সরকারিকরণে বাজেট বরাদ্দ চান মাদরাসার জেনারেল শিক্ষকরা - দৈনিকশিক্ষা

শিক্ষাব্যবস্থা সরকারিকরণে বাজেট বরাদ্দ চান মাদরাসার জেনারেল শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |

আসন্ন বাজেটে শিক্ষা খাতে বৈষম্য নিরসন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের একাংশের নেতারা। ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা এসব দাবি জানান। 

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি ২০২০-২০২১ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ ছিল, যা মোট বাজেটের ১১ দশমিক ৬৯ শতাংশ। বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য দেয়া হয় ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসায় দেয়া হয় মাত্র ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। অপ্রতুল বরাদ্দের কারণে মাদ্রাসা শিক্ষায় তেমন কোনো উন্নতি সম্ভব হয়নি। 

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

শিক্ষকদের দাবি, আসন্ন বাজেটে কারিগরি ও মাদ্রাসা খাতের বরাদ্দ দ্বিগুণ করা উচিত।

তাদের ভাষ্য, ২০২০ সালে জারি হওয়া মাদ্রাসার নতুন সংশোধিত নীতিমালা অর্থ সংকটে বাস্তবায়ন সম্ভব হয়নি।

শিক্ষক নেতারা বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া, সরকারি নিয়মে মেডিক্যাল ও বাড়ি ভাড়া দেয়া, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করাসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। তারা বাজেটে শিক্ষা খাতে মোট আয়ের ২০ শতাংশ বরাদ্দ দেয়ার আহ্বান জানান।

মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানান শিক্ষকরা।

সোমবার (৩১ মে) বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. হারুন অর রশিদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে করোনায় নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষা থেকে ঝড়ে পড়ার সম্ভবনা রয়েছে। অনেক শিক্ষার্থী মোবাইল গেইমসে আসক্ত হয়েছে। মেয়ে শিক্ষার্থীর মধ্যে অনেকে বাল্যবিয়ের শিকার হয়েছে। দরিদ্র পরিবারের অনেক শিশু বিদ্যালয় ত্যাগ করে বিভিন্ন কাজে যুক্ত হয়েছে।

ছবি: দৈনিক শিক্ষাডটকম। 

 তিনি বলেন, তাই আসছে ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে কারিগরি ও মাদরাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা করার দাবি জানাচ্ছি। আর বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং মুজিব জন্মশতবর্ষে মাদরাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা সরকারিকরণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট আয়ের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানান তিনি। এ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর কাছে দাবি জানান এ শিক্ষক নেতা।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পারিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব শান্ত ইসলাম, সিনিয়র  সহসভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, সহসভাপতি ফকরুল ইসলাম, শাহ মাহমুদ কবির, আব্দুস সাকুর, সুরুজ্জামন, অর্থ সম্পাদক মেহেদি হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, টাঙ্গাইল জেলা আহ্বায়ক কে এম শামিম,সদস্য সচিব মো. এলিন তালুকদার, মো. রফিকুল ইসলামসহ অনেকে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041391849517822