শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে পুলিশের বাধা - দৈনিকশিক্ষা

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক |

করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সড়কের মাথায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়। পরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেছে সংগঠনগুলো।

এদিন দুপুরে তিন দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল করেন বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। মিছিলটি টিএসসি এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় যায়।

এদিকে, সচিবালয় এলাকায় প্রেস ক্লাবসংলগ্ন সড়কের মুখে আগে থেকেই ব্যারিকেড দিয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিল। ওই সড়ক দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা ব্যারিকেড সরিয়ে সচিবালয় এলাকায় প্রবেশের চেষ্টা করলে কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেডের সামনেই সমাবেশ শুরু করেন। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন,

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) সভাপতি মিতু সরকার, ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) ঢাকা মহানগর শাখার সভাপতি সৈকত আরিফ, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা প্রমুখ। নেতারা রোডম্যাপ ঘোষণা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্নিষ্ট সবাইকে করোনার টিকা দেওয়া এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি করেন।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0057170391082764