শিক্ষা সপ্তাহে পুরস্কার পেলেন শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

শিক্ষা সপ্তাহে পুরস্কার পেলেন শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২৬ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসব পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার চারটি গ্রুপে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়। সাংস্কৃতিক ১৪টি ইভেন্ট পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। রোভার স্কাউট, গার্ল গাইডস, বিএনসিসিসহ ১৫টি ক্যাটাগরিতে ১৫ জন, প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এ ছাড়া একজন জেলা শিক্ষা অফিসার ও একজন মাধ্যমিক শিক্ষা অফিসারকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ৮৯ জনকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষার গুণগত মান নির্ভর করে শিক্ষকদের যোগ্যতার ওপর। শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধির জন্য সরকার দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশীদারি না থাকলে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ পরিপূর্ণ হয় না। তাই সরকার জাতীয়ভাবেও নানা প্রতিযোগিতার আয়োজন করছে।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘অসীম চাহিদার কারণে আমরা দুর্নীতিতে জড়িত হই। দুর্নীতি রোধ করতে হলে আমাদের চাহিদা সীমিত করতে হবে।’

এবারের শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপের পুরস্কার লাভ করে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ক্যাটাগরিতে প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল, ড. সৈয়দ আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল আহাদ খান ও শাহনাজ কবীর নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষার্থীর ক্যাটাগরিতে নৈঋতা হালদার, অনন্যা শাহরিন প্রমি, মুহাম্মদ ফয়সাল ও সুরঞ্জন দাস নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ কলেজ ক্যাটাগরিতে রাজশাহী কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে ময়মনসিংহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদরাসা ক্যাটাগরিতে খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0064630508422852