শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির - দৈনিকশিক্ষা

শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

নিজস্ব প্রতিবেদক |

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

শুক্রবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে ঘটনাটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের 'চরম অবহেলার দৃষ্টান্ত' উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত রেজিস্ট্রার একজন প্রশাসনিক কর্মকর্তা- শিক্ষক নন। স্বাধীন বাংলাদেশে ইতিপূর্বে একজন প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্যের দায়িত্ব প্রদানের ঘটনা কখনােই ঘটেনি। আমরা জানতে পেরেছি যে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে উপাচার্য, প্রাে-উপাচার্য এবং ট্রেজারারের পদ খালি রয়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের সকল পদ দীর্ঘদিন ধরে খালি থাকার বিষয়টি অচিন্তনীয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ােগের দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের প্রয়োজনে এ ধরনের দায়িত্ব প্রদানের বিষয়টি কোনভাবেই গ্রহণযােগ্য হতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে যে, উচ্চ শিক্ষা। ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার একটি দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কর্তৃপক্ষের এহেন অবহেলা ও বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের পদক্ষেপের ফলে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

এতে আরও বলা হয়, স্বাধীনতা লাভের অব্যবহিত পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উদ্যোগে অত্যন্ত দ্রুততার সাথে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করে ১৯৭৩ সালে যে সকল আদেশ/অধ্যাদেশ জারি করা হয়েছিল তা সমুন্নত ব্যথা আমাদের সকলেই দায়িত্ব বলে মনে আমরা করি। কাজেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রােধে সংশ্লিষ্ট সকলকে যত্নবান থাকার আহবান জানাই। একই সাথে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদসমূহে দ্রুত নিয়ােগ প্রদান করে উক্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.013132095336914