সাত কলেজের ৪র্থ মেধা তালিকায় সুযোগ পাবেন ২২শ শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

সাত কলেজের ৪র্থ মেধা তালিকায় সুযোগ পাবেন ২২শ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে স্নাতক ১ম বর্ষের চতুর্থ মেধা তালিকা আগামী ১৫ ডিসেম্বর প্রকাশ করা হবে। এতে সুযোগ পাবেন ২১ থেকে ২২শ শিক্ষার্থী। বিশেষ কারণে এ তারিখ একদিন পিছিয়ে ১৬ ডিসেম্বরও করা হতে পারে। 

মূলত, সাতটি কলেজে চলমান মাইগ্রেশন শেষ হওয়ার পর শূন্য আসন থাকা সাপেক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষের এই মেধাতালিকা প্রকাশ করা হবে। আর এটিই হচ্ছে শেষ মেধাতালিকা।

সোমবার (১২ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

ড. মোস্তাফিজ বলেন, গত অক্টোবর মাসেই সাত কলেজের তৃতীয় মেধা তালিকা প্রকাশের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা ও মেধাতালিকা প্রকাশের কার্যক্রম শেষ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে খালি আসনে মেধাতালিকা অনুযায়ী আরও কিছু  শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আলোকেই চতুর্থ মেধা তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা গত মাসের ২৩ তারিখে মিটিং করেছি। পরে মাইগ্রেশন অর্থাৎ বিষয় ও কলেজ পরিবর্তনের আবেদনের  জন্য নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাইগ্রেশনের পরে যেসব শূন্য আসন থাকবে সেখানে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ১৫ অথবা ১৬ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৭-২২ ডিসেম্বরের মধ্যে এই মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

তবে শূন্য  আসনের সংখ্যা খুবই কম উল্লেখ করে তিনি আরও বলেন, পরিসংখ্যান অনুযায়ী শূন্য আসনের সংখ্যা একেবারেই কম। সব মিলিয়ে হয়তো ২১-২২শত শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এরমধ্যে বিজ্ঞানের ফাঁকা আসন রয়েছে প্রায় ১ হাজার ৫০০টি, মানবিকের প্রায় ৪৫০টি এবং ব্যবসায় শিক্ষায় ফাঁকা আসন আছে প্রায় ৩৫০টির মতো। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এ বছর অধিভুক্ত সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন ছিল ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।

আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0045740604400635