সেই ইফতেকার বরখাস্ত হচ্ছেন - দৈনিকশিক্ষা

সেই ইফতেকার বরখাস্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক |

বেশি লোভ করতে গিয়ে এবার চাকারি হারাচ্ছেন সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ইফতেকার আলী। বরখাস্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অবৈধভাবে নিয়োগ বাগানো, তথ্য গোপন করে লিয়েন নেয়া, নির্মাণ কাজে কলেজের কোটি টাকা লুটপাট, শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে অকথ্য বক্তব্য এবং রেজুলেশন পরিবর্তনসহ নানা অভিযোগ রয়েছে  ইফতেকারের বিরুদ্ধে। ‘কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তার কারণ জানতে চাওয়া হয়েছে এ শিক্ষা ক্যাডার কর্মকর্তার কাছে। রোববার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে শোকজ করা হয়। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহবার হোসাইন স্বাক্ষরিত অভিযোগনামায় বলা হয়, সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইফতেকার আলী বেসরকারি কলেজের নিয়োগ বিধি লঙ্ঘন করে নিয়োগ নেন এবং তথ্য গোপন করে লিয়েনের আবেদন করেন। 

অভিযোগনামায় আরও বলা হয়, ইফতেকারের নিয়োগ আদেশের বিষয়ে একাধিক কার্যবিবরণী রয়েছে। ইফতেকার আলী সেন্ট্রাল উইমেন্স কলেজে যোগদানের পর ব্যবস্থাপনা কমিটির জন্য সুনির্দিষ্ট কার্যবিবরণী সংরক্ষণ করেননি। এর ফলে কার্যবিবরণী পরিবর্তন করা হয়েছে। 

ইফতেকার আলী পাবলিক প্রকিউরমেন্ট অনুসরণ না করেই কলেজ তহবিল থেকে ১ কোটি ৪০ লাখ টাকার নির্মাণ কাজ করিয়েছেন। এ কাজে গুরুতর আর্থিক অনিয়ম হয়েছে। এছাড়া একটি প্রকাশনা সংস্থার বই পাঠ্যক্রম ও সিলেবাসে অর্ন্তভুক্ত করে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছে।   

দৈনিকশিক্ষা ডটকমে গত ১৪ জানুয়ারি ‘সেন্ট্রাল উইমেন্স কলেজে শিক্ষা ক্যাডারের ইফতেকারের নিয়োগ অবৈধ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ১৮ ফেব্রুয়ারি ইফতেকারের যত অপকর্ম শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ হলো তা শিক্ষামন্ত্রীর নজরে আসে। ১৯ ফেব্রুয়ারি কলেজের অনুষ্ঠানে গিয়ে মন্ত্রীর চোখের সামনে না আসতে অধ্যক্ষকে বলা হয়। কিন্তু তা মানেননি ইফতেকার। গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশ অমান্য করে কতিপয় ছাত্রীকে নিয়ে মঞ্চে উঠেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে অকথ্য ভাষায় বক্তব্য দেন। নির্দেশ অমান্য করায় তাকে শোকজ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এ প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি তার লিয়েন বাতিল করে তাকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তাকে বিএম কলেজে বদলি করা হয়। 

আরও পড়ুন: সেন্ট্রাল উইমেন্স কলেজে ইফতেকারের যত অপকর্ম

                      সেই ইফতেকার বিএম কলেজে 

                      সেন্ট্রাল উইমেন্স কলেজে শিক্ষা ক্যাডারের ইফতেকারের নিয়োগ অবৈধ  

                      শিক্ষা ক্যাডারের সেই ইফতেকারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ইফতেকার আলীকে ‘সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮’ এর ৩(খ) ও ৩ (ঘ)(ই) মোতাবেক অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব অভিযোগে ‘কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না এবং বিধিমালার আওতায় কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তার কারণ জানতে চাওয়া হয়েছে ইফতেকার আলীর কাছে।

অভিযোগনামা পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের কাছে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তিনি আত্মপক্ষ সমর্থনে ব্যক্তিগত শুনানি চাইলে বিষয়টি শোকজের জবাবে উল্লেখ করতে বলা হয়েছে। 

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0090410709381104