সেই বিখ্যাত গরুটির খোঁজে! - দৈনিকশিক্ষা

সেই বিখ্যাত গরুটির খোঁজে!

বিজ্ঞাপন প্রতিবেদন |

লাকি ক্লাস ফোরে পড়ে। আগামীকাল তার ক্লাস টেস্ট। সে পড়ছে। খুব কঠিন পড়া। গরুর রচনা। পরীক্ষায় আসবেই আসবে। ম্যাডাম আজই ক্লাসে এটি লিখে দিয়েছেন। শুরুটা এমন, “গরু একটি গৃহপালিত প্রাণী। সে আমাদের অনেক উপকারে আসে। গরুর চারটি পা, দুটি শিং এবং একটি লেজ।” ম্যাডাম যেভাবে লিখে দিয়েছেন, হুবহু সেভাবেই লিখতে হবে। একটু এদিক ওদিক হলেই এ প্লাস মিস! তাই এক কাপ দুধ খেয়ে মহা মনোযোগের সাথে পড়তে থাকলো সে। পড়ার প্রতি তার এই মনোযোগ দেখে বাবা-মা খুব খুশি। লাকি বরাবরই ভালো রেজাল্ট করে। তার ফটোগ্রাফিক মেমরি। এ নিয়ে তাদের গর্বের শেষ নেই। 

বছর পাঁচেক পরের কথা। লাকি তার বাবার চাকরিতে বদলির সুবাদে নতুন জায়গায়, নতুন স্কুলে ভর্তি হয়েছে। এই স্কুলের নিয়ম কানুন আগের চেয়ে ভিন্ন। বলা নেই কওয়া নেই, হঠাৎ বাংলা ম্যাডাম অদ্ভুত এক ক্লাস ওয়ার্ক দিলেন। রচনা লিখতে হবে বাংলাদেশের কৃষি নিয়ে। সবাই লিখতে শুরু করেছে। কিন্তু লাকি একটা অক্ষরও লিখতে পারছে না। পারবে কীভাবে? এটা তো তার কমন পড়ে নি, অর্থাৎ আগে পড়া নেই। পুরো সময়টা তার কাটলো কলম কামড়ে। সাকুল্যে দু লাইন লিখতে পারলো। “কৃষি একটি প্রয়োজনীয় জিনিস। কৃষি কাজে গরু লাগে। গরুর দুটি শিং, একটি লেজ...” এটুকুই।


 
কেন এমন হলো লাকির, যে বরাবরই ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে, এ প্লাসের নিচে কখনই কোন গ্রেড পায় নি। ঝকঝকে রিপোর্ট কার্ডের পেছনের অন্ধকার গল্পটা খুব কমই প্রকাশিত হয়, খুব কম মানুষই অনুধাবন করতে পারে। 
 
আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিশুর মনোজগৎকে জানার উপায় নেই। নেই শিশুর মানসিক বিকাশের জন্যে সঠিক পরিবেশ। তাদের অপার সম্ভাবনাময় মনের পরিচর্যার জন্যে সঠিক উপকরণ নেই। শিশুরা সংবেদনশীল মনের অধিকারী হয়। আমরা যদি তাদের আগ্রহ, চাহিদা এবং মনন না বুঝে ক্রমাগত পড়ার চাপে পিষ্ট করতে থাকি তাহলে হয়তো বা তাদের মনের দরোজাটা চিরকালের জন্যেই বন্ধ হয়ে যেতে পারে। তারা হারিয়ে ফেলবে শেখার আগ্রহ, তারা জানাবে না তাদের মনের ভেতরের চাওয়া এবং জিজ্ঞাসা। পরিণত হবে দম দেয়া পুতুলে।  

অন্যরকম বিজ্ঞানবাক্স শিশুদের মনোজগতে পরিবর্তন আনার তাগিদ অনুভব করে। হাতে কলমে বিজ্ঞান শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের কৌতুহলকে জাগ্রত করার জন্যে বিজ্ঞানবাক্সের রয়েছে ৬টি সায়েন্স কিট। আলো, চুম্বক, তড়িৎ এবং রসায়নের এই কিটগুলোতে রয়েছে নানারকম সায়েন্স এক্সপেরিমেন্ট, যা শিশুর বিজ্ঞান শেখার জন্যে বিশেষভাবে সহায়ক হবে। 

বিস্তারিত জানা যাবে www.bigganbaksho.com থেকে। 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0056400299072266